‘হিন্দু বা মুসলমান, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকলে ওপারে ফেরত যেতেই হবে’, বিস্ফোরক শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে গোনা কিছুদিনের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহেই গতকাল মথুরাপুরে দলীয় জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিজেপি নেতার গলায়।

এদিন মুসলিম অধ্যুষিত মালদার (Malda) ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক।’ বিরোধী দলনেতা বলেন, ‘আমি সংখ্যালঘুদের বলব, ৮ জন করে পরিবারে আছেন, ৪০ কেজি করে চাল আর গম মিশিয়ে নিয়ে আসছেন। এটা আপনার পিসির নয়। নরেন্দ্র মোদী ভারত সরকারের অর্থ।”

শুভেন্দুর কথায়, “মোদীজি ২০২১ সালে মে মাস থেকে ৮১ কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে ২ লক্ষ কোটি টাকা বছরে খরচ করে তিনি আহারের ব্যবস্থা করেছেন।” সরাসরি প্রশ্ন তুলে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “তখন তো আপনাদের ভেদাভেদের কথা মনে পড়ে না? কেন ওই চোর পার্টিকে ভোট দেবেন? কেন আমাদের সঙ্গে আসবেন না”?

suvendu

এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা আরও বলেন, “আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। যারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতেই হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে ভেতরে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই।”

নেতার নিদান, “যে এ দেশের জন্মেছে, ভারতে জন্মেছ, যে রাষ্ট্রবাদকে বিশ্বাস করো, জনগণমন অধিনায়ক গাও, বন্দেমাতরম বলো, তার সঙ্গে কখনোই বিজেপির বিরোধ ছিল না। আজকেও নেই ভবিষ্যতেও থাকবে না। আমরা এই দেশে ভারতবর্ষকে মোদীজির নেতৃত্বে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বানাতে চাই”।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X