মদ আর লটারি বিক্রি ছাড়া গতি নেই! ফের চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : ছটপুজোয় আমজনতা থেকে শুরু করে সাধারণ মানুষ আনন্দে মেতে উঠেছে। বঙ্গের নেতারাও বাদ যাননি সেই আনন্দ উৎসবে সামিল হতে। শনিবার সোদপুরে একটি ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছট পুজোর অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্য সরকারকে ফের একবার আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বক্তৃতা রাখার সময় তিনি বললেন, “ভারতবর্ষ হচ্ছে সনাতন হিন্দুদের শেষ আশ্রয়স্থল। এই ভূমিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি অর্থের সাহায্যে ছাড়াই প্রতিষ্ঠা করেছেন রাম মন্দিরের। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সনাতনী হিন্দুরা মন্দির নির্মাণের জন্য টাকা দিচ্ছেন। পশ্চিমবঙ্গে কিছু ভেজাল হিন্দু রয়ে গেছে। সরকারি টাকায় দীঘায় মন্দির নির্মাণ করছেন।”

সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকের কাছে ফের ১০ হাজার কোটি টাকার ঋণ চেয়ে আবেদন করেছে। এই বিষয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে তার জবাব, “বর্তমান রাজ্য সরকার হল ভিখারি সরকার। ভিডিও কনফারেন্সে মিথ্যে কথা বলছেন মুখ্য সচিব। পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গেছে। মদ আর লটারি বিক্রি করা ছাড়া এদের আর কোন উপায় নেই। পাশের রাজ্য উড়িষ্যা থেকে এরা তো কিছু শিখতে পারে।”

jpg 20221030 123358 0000

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা তা থেকে উদ্ধার পেতে গেলে শুধু আমার বক্তৃতা শুনলে হবে না। আমার মত সাহস নিয়ে সবাইকে বেরিয়ে আসতে হবে। চোরেদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বেরিয়ে এসে আমি যদি সেই চোরেদের রানীকেই ভোটে হারাতে পারি তাহলে আপনাদেরও এই তোষণ ও তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর