রামনবমীর মিছিলে আক্রমণ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ! এবার চরম পদক্ষেপ শুভেন্দু অধিকারীর!

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীর (Ram Navami) মিছিলে আক্রমণ। বুধবার বিকেলে মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুরে রামনবমীর মিছিলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বাড়ির ছাদ থেকে ইট ছোঁড়ার পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে খবর। এবার এই নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল রামনবমীর মিছিলে হামলার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শক্তিপুর। শুরু হয় পাল্টা ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় বলেও অভিযোগ। এদিকে গতকালের এই ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমান্তে নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনার জেরে ৪ জন গ্রেফতার হয়েছেন। আর বেশ কয়েকজনের খোঁজ চলছে বলে খবর। মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে একদিকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP)। অন্যদিকে এই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি লিখেছেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ‘উত্তম মধ্যম দিন’! ভোটের মুখে বেফাঁস BJP-র অভিজিৎ, প্রাক্তন বিচারপতির মন্তব্যে তোলপাড়

বিজেপি নেতা লিখেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের উৎসবে আক্রমণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। প্রতিনিয়ত হিন্দুদের ওপর ইট-পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। গত বছরও এই ঘটনা ঘটেছিল। এই বছরের শুরুতেও মুর্শিদাবাদে হিংসার চিত্র ফুটে উঠেছিল। রামনবমীর দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল।

এখানেই শেষ নয়! যারা মিছিলকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ল, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে মিছিলকে লক্ষ্য করে কাদানে গ্যাসের শেল ছোঁড়ার অভিযোগও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি অবিলম্বে এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

bjp mla suvendu adhikari

রাজ্যপালকে ঘটনাস্থলে আসার আবেদনও করেছেন শুভেন্দু। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বহরমপুর-শক্তিপুর সীমান্তে নাকা চেকিং চলার পাশাপাশি জেলার নানান এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। নজরদারি চালাতে কাজে লাগানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সেই সঙ্গেই কাজ নেমে পড়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর