হাইভোল্টেজ মঙ্গল! ভোটের ফল ঘোষণার দিনই যা ঘটাতে চলেছেন শুভেন্দু, ঘুম উড়লো রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আজ চলছে পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। মাঝে একটা গোটা দিন পেরিয়ে গেলেও অশান্তি-হিংসা অব্যাহত। অন্যদিকে মঙ্গলবার ভোট গণনা। এরই মধ্যে আগামীকালই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যাওয়ার কথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোমবার প্রথমে নিজের গড় নন্দীগ্রাম থেকে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। সেখানে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে একাধিক ইস্যু নিয়ে এ বার কলকাতা হাই কোর্টে যাচ্ছেন। জানান মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। নির্বাচনে ‘হিংসা’ এবং ‘নিয়মভঙ্গে’র তথ্যপ্রমাণ হিসাবে এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেবেন বলেও জানান বিরোধী দলনেতা।

পরে বিকেল ৪টায় সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকে শুভেন্দু বলেন, “মঙ্গলবার হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তায় কয়েক হাজার বুথে পুনর্নির্বাচনের আর্জি জানাতে চলেছে বিজেপি।” বিধায়কের অভিযোগ, “‘আমাদের দাবিগুলি রাজ্য নির্বাচন কমিশনার কার্যক্ষেত্রে গ্রহণ করেননি’।

এদিন বিরোধী দলনেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর সর্বগ্রাসী খিদের বলি হয়েছেন রাজ্যের প্রান্তিক মানুষ। ভোটের নামে রাজ্যে গণহত্যার চেহারা নিয়েছে।’ হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘নির্বাচন কমিশনার আদালতে জানিয়েছেন ৯৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। ৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে জানিয়েছিলেন কমিশনার। ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে মামলা হবে। ২-৩ জন মিলে ১৫০-২০০ করে ভোট দিয়েছে। আঙুলের ছাপ ফরেন্সিক পরীক্ষার জন্য নির্দেশের আবেদন জানাব।’

suvendu adhikari

অন্যদিকে, এদিন নন্দীগ্রাম থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের কালি নিয়েও তোপ দাগেন শুভেন্দু। আঙ্গুল উঁচিয়ে বলেন, “আমি ভোট দিয়েছি দেখুন এই কালিও উঠে গিয়েছে। এই কালিতেও ভাইপোর কমিশন আছে। আমরা তো বিধানসভা-লোকসভাতেও কালি লাগাই, এক দেড় মাস থাকে। আর এখানে দেখুন। এখনই ৮০ শতাংশ লোকের হাতের কালি উঠে গিয়েছে। এই ভোটের কালি-তেও কমিশন নিয়েছে ভাইপো।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর