ভোটের আগে ফের পায়ে চোট মমতার! শুনে যা বললেন শুভেন্দু, জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় আহত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান দলনেত্রী। এরপর বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারের জরুরি অবতরণ হয়।

পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে নামানো হয় কপ্টার। সেই সময়ই কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। গতকালই কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে।

ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়ার বিষয়ে কী বললেন বিরোধী দলনেতা? ‘মুখ্যমন্ত্রী সুস্থ ভাবে ফিরে এসেছেন, রাজ্যবাসী হিসেবে এটা আমাদের জন্য সুখবর।’ কপ্টার দুর্ঘটনা নিয়ে ঠিক এই কথাই শোনা গেল নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখে।

পাশাপাশি দুর্ঘটনা নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি শুভেন্দু। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিঁনি বলেন, ‘আমি চিকিৎসার বিষয়ে কিছু বলব না। এটা ডাক্তার বাবুরা দেখবেন। যেভাবে জরুরি অবতরণ করে তাঁকে নামানো হয়েছে তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটা নিয়ে আমি বেশি কিছু বলব না।’

জানিয়ে রাখি, দুর্ঘটনার পর গতকালই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ এরপর সন্ধেয় হাসপাতালের মেডিকেল বুলেটিন তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন৷ তাঁর এমআরআই-এর রিপোর্টে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে আঘাত লেগেছে৷

mamata copter

চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। চিকিৎসার হুইলচেয়ারে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এরপর নিজের গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর