‘গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলব’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য BJP নেতার

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একের পর এক দুর্নীতি মামলা এবং তা কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি; বিগত কয়েকদিনে বঙ্গ রাজনীতিতে এহেন দৃশ্য সামনে এসে চলেছে। কখনো দিলীপ ঘোষ, সৌগত রায় তো কখনো আবার মদন মিত্র। শাসক এবং বিরোধী পক্ষের নেতা-মন্ত্রীরা বাকযুদ্ধে জড়িয়েছেন ক্রমশই আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য করে বসলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee)। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেঁধেছে উত্তেজনা।

সাম্প্রতিক সময়ে বাংলায় একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করে চলেছে বিরোধীরা। আবার অপরদিকে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলির বিরুদ্ধেও পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মাঝে আগামী ১৩ ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখার নির্দেশ দিয়েছেন সকল দলীয় কর্মীদের। আর এর মাঝে গতকাল তমলুক সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দোপাধ্যায় বেফাঁস মন্তব্য করে বসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তপনবাবু বলেন, “আগামী ১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান রয়েছে। আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নবান্নে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলে দেবো। আমরা সকলেই সেদিন উপস্থিত থাকবো। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার সবাই থাকবেন।”

উল্লেখ্য, তপন বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সামনে মুখ্যমন্ত্রীকে কিভাবে এহেন “অপমানজনক’ মন্তব্য করলেন তপনবাবুজ তা নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি।

তবে রাজনৈতিক দলগুলির বিতর্কিত মন্তব্য অবশ্য এ প্রথম নয়। এর আগেও সৌগত রায়কে বিরোধীদের চামড়া দিয়ে জুতো তৈরি করার নিদান দিতে দেখা যায়। আবার তার পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষও সৌগতবাবুর উদ্দেশ্যে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন। সম্প্রতি, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “নবান্নের ১৪ তলায় বসে চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নবান্ন অভিযানের মাধ্যমে তাঁকে টেনে নামাতে চলেছি।”

ukn 5

যদিও বিজেপি নেতা-মন্ত্রীদের এহেন বক্তব্য ভালো চোখে দেখছে না তৃণমূল শিবির। এদিন তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় বলেন, “গণতান্ত্রিক দেশে এ সকল মন্তব্য করা যায় না। এরা অসভ্য এবং বর্বর।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর