‘‘ইসলামিক সন্ত্রাসবাদ’ কেন উচ্চারণ করতে পারছেন না?’ কাশ্মীর-কাণ্ডে মমতাকে আক্রমণ তরুণজ্যোতির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে জঙ্গি হামলা (Kashmir Terror Attack)  নিয়ে বর্তমানে সরগরম গোটা দেশ। এখনও অবধি এই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বাংলার তিনজনের নাম রয়েছে। এই নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে মুখ্যমন্ত্রী ‘কাশ্মীর হিংসা’র তকমা দিতেই ফুঁসে উঠেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ তরুণজ্যোতির (Tarunjyoti Tewari)!

বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন মমতা। লেখেন, ‘আমাদের কাছে আসা সাম্প্রতিক খবর অনুযায়ী, দুর্ভাগ্যজনক কাশ্মীর হিংসায় আমাদের রাজ্যের তিন জন প্রয়াত হয়েছেন’। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন তরুণজ্যোতি। ‘এই তোষণের রাজনীতিকে ধিক্কার জানাই’, লিখেছেন বিজেপি নেতা।

তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট- https://x.com/tjt4002/status/1914984721261670439?t=7QJqPneHRCt0Oc8dakmsgw&s=08

এদিন দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পদ্ম নেতা তথা এই আইনজীবী। মুখ্যমন্ত্রীর পোস্টের স্ক্রিনশন শেয়ার করে লেখেন, ‘সন্ত্রাসকে হোয়াইটওয়াশ করা বন্ধ করুন। এটা ‘কাশ্মীর হিংসা’ ছিল না, এটি ইসলামিক সন্ত্রাসবাদী হামলা ছিল’।

আরও পড়ুনঃ জোর ধাক্কা খেল সরকার পক্ষ! সরকারি কর্মীর পক্ষে বড় রায় দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?

তরুণজ্যোতি দাবি করেন, হিন্দুদের কলমা পড়তে বলেছিলেন হামলাকারীরা। পড়তে না পারায় তাঁকে গুলি করে খুন করা হয়। ‘এটি পূর্ব পরিকল্পিত, হিন্দু বিরোধী গণহত্যা’ লেখেন তিনি।

Tarunjyoti Tewari

এরপর বেশ কিছু প্রশ্নও করেন বিজেপি (BJP) নেতা। লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে কেন ভয় পাচ্ছেন? ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ এই শব্দবন্ধ কেন উচ্চারণ করতে পারছেন না তিনি? কারণ ওনার ভোটব্যাঙ্কে উগ্র ইসলামপন্থী সহানুভূতিশীলরা রয়েছেন। নিরীহ বাঙালিদের হত্যা করা হলেও উনি তাদের অসন্তুষ্ট করার সাহস দেখাবেন না’।

এদিন ফের একবার ‘তোষণের রাজনীতি’ নিয়ে মমতাকে খোঁচা দিয়েছেন তরুণজ্যোতি (Tarunjyoti Tewari)। বিজেপি নেতা লেখেন, ‘এই তোষণের রাজনীতিকে ধিক্কার জানাই। জিহাদি বর্বরতার মুখে এই নীরবতাকে ধিক্কার জানাই। আমরা আপনার ফাঁপা শব্দ চাই না, আমাদের বিচার চাই। শত্রুদের নাম নিন, নির্যাতিতদের পাশে দাঁড়ান, নাহলে রাস্তা থেকে সরে যান’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X