বাংলা হান্ট ডেস্ক : শর্ত মেনেই বিজেপি ও শিবসেনা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জোট বেঁধেছিল, আর সেই শর্তকে হাতিয়ার করে শিবসেনা ইতিমধ্যেই বিজেপিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চাপে ফেলতে মরিয়া হয়ে উঠেছে৷ যেহেতু বিজেপি ও শিবসেনা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তাতে মুখ্যমন্ত্রী পদের জন্য আড়াই আড়াই বছর দাবি জানিয়েছে শিবসেনা৷ আর যদি সেই দাবি বিজেপির না মানে সে ক্ষেত্রে সেই সেনার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে অসুবিধে হবে না কারণ যেভাবে মহারাষ্ট্র বিরোধী দলগুলি এখন শিবসেনাকে সমর্থন করতে শুরু করেছে তাতে শিবসেনা অক্সিজেন পেয়েছে৷
নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পরেও সরকার গঠন নিয়ে টানাপড়েন অব্যাহত আর এরই মধ্যে 7 নভেম্বরের মধ্যে রাজ্যে নতুন সরকার না গঠন হলে সেক্ষেত্রে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুনগন্তিয়ার৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে ওই বিজেপি নেতা জোটের র প্রশংসা করে জানিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ একটা জোটের পক্ষে সায় দিয়েছে তাই আমাদের জোট ফেভিকল ও অম্বুজা সিমেন্টের থেকেও শক্তপোক্ত৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা ইতিমধ্যেই দেবেন্দ্র ফডণবীসের নাম পেশ করেছি৷
আসলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মহারাষ্ট্রের সরকার গঠনে উদ্ধব ঠাকরে 50-50 দাবি জানিয়েছেন অর্থাত্ আড়াই বছর বিজেপির তরফে এবং আড়াই বছর শিবসেনার তরফে মুখ্যমন্ত্রীর দাবি তুলেছেন তিনি এবং সেই দাবি না মানলে তাঁদের রাস্তা খোলা আছে বলেও জানিয়েছেন তিনি৷ তাই গত বৃহস্পতিবার দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে উদ্ধব ঠাকরে সরাসরি জানিয়েছেন অর্ধেক অর্ধেক না হলে মহারাষ্ট্রে সরকার নির্বাচন করা কার্যত অসম্ভব৷
তবে আসলে কোন সিদ্ধান্তে আসবে? তা নিয়েই এখন জোর জল্পনা৷ তবে শিবসেনা যে বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলতে নয়া কৌশল অবলম্বন করেছে তা বোঝার বাকি নেই কারও৷