প্রেমিকের সঙ্গে জঙ্গলে আপত্তিকর অবস্থায় বিজেপি নেত্রী! হাতেনাতে ধরল গ্রামবাসীরা

বাংলাহান্ট ডেস্কঃ জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন বেশ কয়েকজন স্থানীয় মহিলা। সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরেন স্থানীয় বিজেপি (bjp) নেতৃত্ব উর্মিলা মুর্মুকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়। ঘটনার সত্যতা স্বীকারও করে নিয়েছেন বিজেপি নেত্রী উর্মিলা মুর্মু। খবর পেয়ে পুলিশও উপস্থিত হয় গ্রামে।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (bankura) রানিবাঁধ এলাকায়। স্বামী অজিত মুর্মু রানিবাঁধ এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। কিন্তু ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের আগে খুন হওয়ার পর তাঁরই স্ত্রী উর্মিলা মুর্মু সক্রিয় ভাবে বিজেপিতে নাম লেখান। তারপর থেকে বিজেপির সঙ্গেই তিনি যুক্ত রয়েছেন এবং এমনকি দায়িত্ব কাঁধেও তুলে নিয়েছেন রানিবাঁধ ব্লকের। ভালোই চলছিল এলাকার কাজকর্ম। কিন্তু এরই মাঝে ঘটে গেল এক বিপত্তি।

349506 untitled 2021 10 08t162843.045

ঘটনার দিন সকালে গ্রামের কয়েকজন মহিলা দল বেঁধে পুনশ্যা গ্রাম লাগোয়া জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন। তাঁরা ওই জঙ্গলের মধ্যে বিজেপি নেত্রী উর্মিলা মুর্মুকে তাঁর প্রেমিক গুরুপদ মাহাতের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।

এই ঘটনার পর ওই স্থান থেকে বিজেপি নেত্রী এবং তাঁর প্রেমিককে গ্রামে নিয়ে আসে তাঁরা। পুলিশ না আসা পর্যন্ত তাঁদের ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। অবশ্য এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেত্রী উর্মিলা মুর্মু।

যদিও এই বিষয়কে শাসক দলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁর অভিযোগ, বিজেপি নেত্রীকে দলের টানার জন্যই এই চক্রান্ত করেছে তৃণমূল শিবির। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া আসেনি।

Smita Hari

সম্পর্কিত খবর