বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই আইপিএল (IPL 2025)! কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ দিয়ে এবার শুরু হচ্ছে টুর্নামেন্ট। তবে তার আগেই বড় ধাক্কা পেয়েছে কলকাতা শিবির (KKR)। রামনবমীর দিন ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরানো হয়েছে। লখনউয়ের বিরুদ্ধে সেই ম্যাচ এবার গুয়াহাটিতে খেলা হবে। এদিকে এই খবর সামনে আসতেই রাজ্য সরকারকে (Government of West Bengal) একহাত নিয়েছে বিজেপি (BJP)। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্যকে (Government of West Bengal) ঝাঁঝালো আক্রমণ সুকান্ত, শমীকদের!
আগামী ৬ এপ্রিল কেকেআর বনাম লখনউয়ের ম্যাচ রয়েছে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেদিন রামনবমী হওয়ায় কলকাতা পুলিশের তরফ থেকে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এরপরেই এই ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজনৈতিক রঙ লেগেছে। রাজ্যকে একহাত নিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, অমিত মালব্যরা।
Kolkata Police’s inability to secure the capital city on April 6, the day of Ram Navami celebrations, led to the KKR vs LSG IPL match at Eden Gardens being shifted to Guwahati. This is a glaring indictment of the law and order situation in West Bengal. Not to forget, Assam—a…
— Amit Malviya (@amitmalviya) March 21, 2025
বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) প্রশ্ন তোলেন, অসম পুলিশ যদি রামনবমী ও আইপিএল ম্যাচ একসঙ্গে করতে পারে, তাহলে কলকাতা পুলিশ কেন পারবে না? এখানকার পুলিশের কী নেই নাকি পুলিশমন্ত্রী অপদার্থ? আসলে এটা একটা অজুহাত, দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কমলা সতর্কতা জারি হতেই বন্ধ হচ্ছে স্কুল? পড়ুয়াদের জন্য বড় খবর
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, অসমে কি রামনবমী হবে না? বাঙালি রামনবমীও পালন করতে চায় আর ক্রিকেট ম্যাচও দেখতে চায়। রাম ও ভারতবর্ষ এক। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সরব হয়েছেন পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
বিজেপি নেতা লিখেছেন, ‘৬ এপ্রিল, রামনবমীর দিন কলকাতাকে সুরক্ষিত রাখায় কলকাতা পুলিশের ব্যর্থতার কারণে কেকেআর বনাম লখনউয়ের আইপিএল ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তর হল। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির এটি একটি করুণ চিত্র। ভুলে গেলে চলবে না, বিজেপি শাসিত অসমেও আনন্দের সঙ্গে রামনবমী পালিত হবে। সেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যাও রয়েছে। তা সত্ত্বেও তারা এই সুযোগ লুফে নিয়েছে’।
এখানেই না থেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন (Government of West Bengal) বিজেপি নেতা। অমিত লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একই দিনে শান্তিপূর্ণ রামনবমী উদযাপন এবং একটি ক্রিকেট ম্যাচ নিশ্চিত করতে না পারেন, তাহলে ওনার কেন্দ্রীয় বাহিনীকে ডাকা উচিত। উনি সম্পূর্ণ বিপর্যয় এবং ওনার যাওয়া উচিত’।