‘কোণঠাসা’ TMC নেতার বাড়িতে হাজির BJP বিধায়ক! চলল চা-মিটিং, পঞ্চায়েতের আগেই জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তার আগে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা। অন্যদিকে, এর কিছুটা বিপরীত চিত্র বাঁকুড়ায়। সেখানে তৃণমূল পরিচালিত ওন্দা (Onda) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায় কিছুদিন আগে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। এবার জল্পনা বাড়িয়ে সেই নেতার বাড়িতে হাজির বিজেপি বিধায়ক (BJP MLA)।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ সেই এলাকার পঞ্চায়েত প্রধান ও দলের অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা (TMC Leader) শ্যামল মুখোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে সেচ্চার হয়েছিলেন তিনি। এই আবহেই এদিন তার সাথে সাক্ষাৎ করতে সটান তার বাড়ি গিয়ে পৌঁছলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পঞ্চায়েত ভোট পূর্বে এই সাক্ষাৎ যে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে সেটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামলবাবু বলেছিলেন পঞ্চায়েত প্রধানরা ওন্দা ব্লকের তৃণমূলের পঞ্চায়েতগুলিতে আধিকারিকদের সঙ্গে জোট বেঁধে লুট চালাচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনের জন্য টাকাটা বিনিময়ে দলের টিকিট বিক্রি করা হচ্ছে, অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে এমন অভিযোগও তুলেছিলেন তিনি। সেই সময় থেকেই উত্তপ্ত পরিস্থিতি।

প্রকাশ্যে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির তোলা এই গুচ্ছ অভিযোগের পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে স্থানীয় তৃণমূল শিবির। অভিযোগ, রাজনৈতিক ভাবেও কার্যত কোনঠাসা করে রাখা হয় সহ সভাপতিকে। এরই মধ্যে দলের অস্বস্তি আরও কিছুটা বাড়াল বিজেপি বিধায়কের সাক্ষাৎ।

bankura tmc bjp

জানা গিয়েছে, এদিন বিধায়ক বেশ কিছুটা সময় সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায়ের বাড়িতে ছিলেন। চলে দীর্ঘ কথোপকথন। বিধায়ককে চা খাওয়ান শ্যামল মুখোপাধ্যায়। পরে বিধায়ক অবশ্য জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। অন্যদিকে, বিধায়কের সঙ্গে তার কী কথা হয়েছে সেই নিয়ে মুখ খোলেননি শ্যামলবাবু। তবে দুতরফে কিছু না বলা হলেও সহ সভাপতির বিজেপিতে যোগদানের জল্পনা থেকেই যাচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর