‘দেড় লাখ লিড পাবেন রেখা’, ‘সন্দেশখালির মহিলাদের তুলে নিয়ে যায় পুলিশ’, ময়দানে সুকান্ত-শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছে সন্দেশখালির (Sandeshkhali) স্টিং অপারেশনের একটি ভিডিও। সেই ভিডিওয় ঘিরে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই আবহে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। ‘স্টিং অপারেশনে’র ভিডিও নিয়ে রেখা কোনও প্রতিক্রিয়া না দিলেও তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক।

সন্দেশখালি থেকে দেড় লক্ষ লিড পাবেন রেখা (Rekha Patra), এদিন দাবি করেন শুভেন্দু। সেই সঙ্গেই বলেন, ‘মোদীজির সুনামি চলছে। উত্তর ২৪ পরগণার সব আসন বিজেপি পাবে। দমদম, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত সব আসনে নরেন্দ্র মোদীর প্রার্থীরা জয়ী হবেন’। এরপর সন্দেশখালির ভাইরাল ‘স্টিং অপারেশনে’র (Sandeshkhali Sting Operation) ভিডিও প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় বিজেপি নেতাকে।

গেরুয়া পতাকা হাতে মিছিলে হাঁটতে হাঁটতেই শুভেন্দু বলেন, ‘ওগুলো সব ভাইপো আর আইপ্যাকের করানো… উচ্চ আদালতে যাওয়া হচ্ছে। সমূহ ঘটনার জন্য সিবিআই তদন্তের আবেদন জানানো হবে। আমরা দু-একদিনের মধ্যেই ফাইল করছি। আমরা এই কেসেই ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব’।

আরও পড়ুনঃ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! এবার CCTV ফুটেজ দেখাল রাজভবন, কী ঘটেছিল সেদিন?

এখানেই না থেমে বিরোধী দলনেতা বলেন, ‘ওঁরা ফাঁদে পা দিয়েছে। পুরো টাকা দিয়ে ভাইপো আর আইপ্যাক করিয়েছে। আইপ্যাকের সবগুলোকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়’। নন্দীগ্রামের বিধায়কের প্রশ্ন, ‘সিবিআই আসার আগে ধর্ষণ, শ্লীলতাহানির ৩টে এফআইআর মমতার পুলিশ করেছে। ১ জুন বসিরহাট এর উত্তর দেবে। সন্দেশখালি থেকে রেখা দেড় লক্ষের লিড পাবে’।

Suvendu Adhikari Sukanta Majumdar

অন্যদিকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। সুকান্ত বলেন, ‘সন্দেশখালিকে কাউন্টার করার ব্যবস্থা এটা তৃণমূলের। আজ তো প্রমাণ হয়ে গেল… সন্দেশখালি যে মহিলারা উলুবেড়িয়ায় প্রচারে ছিল, ১০ জন মহিলাকে পুলিশ তুলে নিয়ে যায়। বন্দুক দেখানো হয়। তৃণমূলের গুণ্ডারা তাঁদের সঙ্গে ছিল। মহিলাদের অকথ্য গালিগালাজ, অসভ্য ব্যবহার, গোটা রাতে তাঁদের একটি নোংরা ঘরে বন্ধ করে রাখা হয়। পরে আমরা যখন থানা ঘেরাও করি এবং উলুবেড়িয়ার আইসি বুঝতে পারেন যে অন্যায় হয়ে গিয়েছে, তখন তাঁদের পেছনের দরজা দিয়ে বের করে বজবজ পাঠিয়ে দেওয়া হয়’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর