ভূতুড়ে ভোটার কাণ্ডে বড় পদক্ষেপ! এবার দিল্লির দরবারে বঙ্গ–BJP নেতারা

বাংলা হান্ট ডেস্কঃ ভুতুড়ে ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগেই ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে সরব হয়েছেন খোদ বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই ভুয়ো ভোটার ইস্যুতে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তারপর থেকেই বিরাট চাপ বাড়তে শুরু করেছে বঙ্গ বিজেপির (BJP) ওপর। তাই এবার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

ভূতুড়ে ভোটার ইস্যুতে ময়দানে BJP

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহা সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বাংলার ভোটার তালিকায় বিজেপি (BJP) নাকি কায়দা করে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিয়েছে। একইসাথে তিনি দাবি করেছিলেন ভুতুড়ে ভোটার ঢুকিয়ে বিজেপি দিল্লী এবং মহারাষ্ট্রে জয়লাভ করেছে। তাই অবিলম্বে ভোটার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করার দাবী তুলেছিলেন তিনি।

জানা যাচ্ছে, সেই দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে নির্বাচন কমিশন। আর তাতেই এবার নড়েচড়ে বসেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই আবহে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপির (BJP) নেতারা।

আরও পড়ুন: রাজ্যজুড়ে শিক্ষকের অভাব! এখনও রিভিউ হয়নি বই, তৃতীয় সিমেস্টার শুরুর আগে মিলবে তো?

বিজেপি নেতৃত্বের প্রশ্ন ‘‌ভূতুড়ে ভোটার’‌ তালিকায় ঢুকল কীভাবে?‌ এই প্রশ্নের জবাব চাইতাই এবার তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এইভাবে অন্তত মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ থেকে নজর ঘোরানো যাবে। আদতে এই ‘‌ভূতুড়ে ভোটার’‌ ঢোকানোর কাজ যে তারা করেনি সেটা প্রমাণ করাই তাঁদের এই নয়াদিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

Sukanta Majumder

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় বুথ ধরে ধরে কর্মীদের ‘‌ভোটার তালিকা’‌ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল ভবন থেকে। জানা যাচ্ছে, ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই নাকি ব্যাপক হারে বাড়তে শুরু করেছে ‘‌ভূতুড়ে ভোটার’‌। আর তাতেই চাপ বেড়েছে বিজেপির উপর। তাই সূত্রের খবর এবার নিজেদের দাবির স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য নিয়ে আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বঙ্গ–বিজেপির নেতারা।

জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ‘‌ভূতুড়ে ভোটার’‌ সম্পর্কে জবাব চাইতে যাচ্ছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ ইদানিং রাজ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে। আর অবাঙালি অধ্যুষিত এলাকায় ভোটার বৃদ্ধির হার সবথেকে কম। এই বিষয়েও তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারেন বলে খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর