বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (TMC) নেতা মন্ত্রীদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপির(BJP) পক্ষ থেকে। এক ভিডিও ফিটেজে তাঁরা দেখায় তৃণমূলের বিভিন্ন নেতারা কিভাবে সাধারণ মানুষদের থেকে টাকা নিচ্ছেন। গোপনে ক্যামেরার মাধ্যমে স্টিরং অপারেশন করে তাঁরা এই ফুটেজ জোগাড় করে। এই ভিডিওকে (Video) হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমেছে গেরুয়া বাহিনী।
বিজেপির তিন প্রথম সারির নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) , দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং মুকুল রায় (Mukul Roy) গত বুধবার দিন বিজেপির সদর দফতর থেকে এক সাংবাদিক সম্মেলনে এই ভিডিও পেশ করেন। তৃণমূলের প্রায় ৬ জন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিধায়কের টাকা নেওয়ার ফুটেজ তাঁরা তুলে ধরে। তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ স্বরূপ, বিজেপি এই ভিডিওকে খুবই গুরুত্ব দিচ্ছে। তবে তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় (Tapas Ray) এই টাকা নেওয়ার অভীযোগ অস্বীকার করেন।
সাংবাদিক সম্মেলনে কৈলাস বিজয়বর্গীয় জানান, এক টিভি চ্যানেল এই স্ট্রিং অপারেশ করে তাঁদের চ্যানেলে এই ভিডিও দেখাচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Singh), তাপস রায়, অরূপ রায় (Arup Ray), উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas), স্বপন দেবনাথ, মলয় ঘটক এবং বিধায়কদের মধ্যে বজবজের বিধায়ক অশোক দেব, খানাকুলের ইকবাল (Iqbal Ahmed) আহমেদ এবং জোড়াসাঁকোর স্মিতা বক্সীকে Smita Boxy) ভিডিওতে টাকা নিতে দেখা যায়। এইসব নেতা -মন্ত্রীদের কাছে টিভি চ্যানেলের লোকেরা ব্রোকারদের মাধ্যমে পৌঁছে নারদা স্ট্রিং অপারেশনের মতো করে নানারকম প্রজেক্টের কথা বলে। তারপর তাঁরা তাঁদের আশির্বাদ চাওয়ার নাম করে টাকার অফার করে। তবে প্রথমে সকলে কিন্তু টাকা নিতে রাজি হয় না। কেউ কেউ আবার প্রথমে টাকা নিজে রাজি না হয়েও, পরে অন্যভাবে টাকা দেওয়ার কথা বলে -এই বলে অভিযোগ করেন বিজেপি নেতা। তৃণমূল নেতাদের সঙ্গে ওই টিভি চ্যানেলের কর্মীদের সমস্ত কথোপকথন রেকর্ড করা আছে।
টাকা নিতে না চেয়েও, পরে অন্যকে সেই টাকা দেওয়ার কথা বলেন মন্ত্রী তাপস রায়, এই অডিও আবার বিজেপির কাছে রয়েছে। তেমনই মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) টাকা ফিরিয়ে দিলেও পরে তাঁর বাড়িতে আই ফোনের নতুন মডেল পোঁছে গেছে, এই খবরও আছে বিজেপির কাছে। অপরদিকে আবার জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সীর স্বামী তথা প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সীকে খামে করে টাকা দেওয়ার ভিডিও ফুটেজ রয়েছে বিজেপির কাছে।
সাংবাদিক সম্মেলনে কৈলাস বিজয়বর্গীয় বলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এই দুর্নীতির বিরুদ্ধে একটা কঠিন পদক্ষেপ নিতেই হবে। এই কাজের সঙ্গে যুক্ত নেতা মন্ত্রীদের পদ থেকে সরাতেই হবে। এক সপ্তাহের মধ্যে যদি তিনি কোন ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা রাস্তায় নামব। এবং রাজ্যপালের দ্বারস্ত হয়ে তাঁর কাছে গিয়ে অভিযোগ জানাব। মুখ্যমন্ত্রী চাইলে সিবিআইকে দ্বায়িত্ব দিয়ে এই ফুটেজের সত্যতা যাচাই করাতে পারেন”।
তৃণমূলের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া মেলেই এই বিষয়ে। তবে ভিডিও প্রসঙ্গে তাপস রায় বলেন, তিনি কোন টাকা নেননি, এই অডিওর কন্ঠ তাঁর নয়। তিনি যে টাকা নিয়েছেন সত্যতা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও চ্যালেঞ্জ করেছেন।