Bangla Hunt Desk: বাংলায় তৃণমূল (All India Trinamool Congress) বিজেপির (Bharatiya Janata Party) সংঘর্ষ কোন নতুন বিষয় নয়। নির্বাচন যত এগিয়ে আসে, ততই সংঘর্ষের প্রকাশ ঘটতে থাকে। বাংলায় নিজেদের শাসন কায়েম রাখতে সর্বদাই প্রস্তুত এই দুই শিবির। তবে এবার তাঁদের এই সংঘর্ষের মধ্যে পরে গুরুতর আহত হলেন এক পুলিশকর্মী। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
ঘটনার বিবরণ
ঘটনাটি ঘটেছে ঘাটালের (Ghatal) রানির বাজার এলাকায়। ওই এলাকার তৃণমূলের একটি পার্টি অফিস নিয়েই বিরোধ বাঁধে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার বিজেপির বেশ কয়েকজন সদস্য জোর করে শাসক দলের ওই পার্টি অফিসে তালা লাগিয়ে দেয়। পরদিন রাতে তৃণমূলের সদস্যরা ওই পার্টি অফিসের তালা খুলতে গেলেই দুপক্ষে জোর সংঘর্ষ বেঁধে যায়।
মাথা ফাটল ওসির
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক এবং পুলিশ বাহিনী। কিন্তু দুইদলের মধ্যেকার সংঘর্ষ সাঙ্ঘাতিক পর্যায় পৌঁছানোর কারণে তাঁদের থামাতে গিয়ে মাথা ফেটে যায় ওসি দেবাংশু ভৌমিকের এবং তাঁর সঙ্গে আহত হন এক পুলিশ কনস্টেবল। তাঁদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়।
গ্রেপ্তার বিজেপি কর্মী
উত্তেজনা চরমে পৌঁছাতে সেখানে উপস্থিত হয় এসডিপিও এবং সিআই। গ্রেপ্তার করা হয় ৩ বিজেপি কর্মীকে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘তৃণমূলের পার্টি অফিসে বিজেপির কেউ তালা দেয়নি। তা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ এসে এক বিজেপি কর্মীকে মারধর করে। সেই সময় বচসার জেরে তৃণমূলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ফলে পুলিশ কর্মী আহত হয়েছেন। উল্টে পুলিশ ৩ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে’।
অভিযগের তির বিজেপির দিকে
এ বিষয়ে ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বলেছেন, ‘বিজেপির সদস্যরা বুধবার পার্টি অফিস বন্ধ করে তালা লাগিয়ে দেয়। বৃহস্পতিবার তৃণমূল সদস্যরা পার্টি অফিসের তালা খুলতে গেলে বিজেপি সদস্যরা এলাকা দখলের চেষ্টায় হামলা করে। সেই হামলায় পুলিশের ওসি সহ দু’জন এবং তৃণমূলের দু’জন কর্মীও আহত হন’।