অপারেশন সিঁদুর এর বিরুদ্ধে পোস্ট, প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে FIR

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অপারেশন সিঁদুর এর পরেও সোশ্যাল মিডিয়ায় অব্যাহত রয়েছে বিতর্ক। সরকারের তরফে বারংবার দেশবিরোধী, উসকানিমূলক পোস্ট করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। চলছে পুলিশি নজরদারিও । তার মধ্যেও নেটিজেনদের একাংশ, এমনকি রাজনৈতিক নেতারাও আপত্তিজনক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে এমনি একটি পোস্ট করার অভিযোগে এফআইআর দায়ের হল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে।

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে অভিযোগ দায়ের তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে

অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবমাননা করার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। জানা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) নেতার নাম রণবীর মজুমদার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর ছবি শেয়ার করে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেন তিনি। এতে প্রধানমন্ত্রীর অসম্মান হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। বেলাকোবা পুলিশ ফাঁড়িতে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Bjp lodged fir against a Trinamool Congress leader for posting about op Sindoor

ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি: তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী এবং অপারেশন সিঁদুর নিয়ে যে পোস্ট রণবীর মজুমদার করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এক ধাপ এগিয়ে বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি কটাক্ষ করেছেন, এই ধরণের মানুষদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।

আরো পড়ুন : কোনও তথ্য প্রকাশ করা যাবে না, ‘নগদকাণ্ড’এ RTI আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

পাশে দাঁড়াল দল: যদিও এরপরেও তৃণমূল (Trinamool Congress) নেতার পাশেই দাঁড়িয়েছে দল। সবুজ শিবিরের তরফে পালটা দাবি করা হয়েছে, এই পোস্টে খারাপ কিছু নেই। উপরন্তু সকলের বাক স্বাধীনতা রয়েছে। বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগে রাজগঞ্জ ব্লক তৃণমূলের (Trinamool Congress) সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু হয়তো বিজেপি তা মানতে চাইছে না একই সঙ্গে দল যে রণবীর মজুমদারের পাশে রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরো পড়ুন : মা-শিশুর দেখভালের দায়িত্ব, এদিকে নিজেই পেলেন না মাতৃত্বকালীন ছুটি, সন্তান জন্মের এক মাসের মধ্যেই মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর

প্রসঙ্গত, ভারত পাক সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বা দেশবিরোধী পোস্ট করতে স্পষ্ট নিষেধ করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে। তবে বিজেপির কয়েকজন নেতাও বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়ান। তারপরেই প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন মন্তব্য নিয়ে সচেতন হতে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X