সুদীপ-বিবেকের নামে ‘মিসিং ডায়েরি’ BJP-র! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট সাংসদদের মধ্যে একজন হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। রাজনীতিবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা প্রচুর। চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার তাঁর নামেই ‘মিসিং ডায়েরি’ করল বিজেপি (BJP)। সেই সঙ্গেই জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার নামেও থানায় নিখোঁজ ডায়েরি করেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

তৃণমূল (Trinamool Congress) নেতাদের নামে কেন ‘মিসিং ডায়েরি’ বিজেপির?

গত মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটেছে। একের পর এক মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্যকে নিশানা করেছে বিজেপি। এবার তার প্রেক্ষিতেই সুদীপ ও বিবেকের নামে নিখোঁজ ডায়েরি করা হল। সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য থেকে এমনটাই জানা যাচ্ছে।

পদ্ম শিবিরের কথায়, ঋতুরাজ হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, তার দায় পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ ও প্রশাসন এড়াতে পারে না। কিন্তু এত বড় ঘটনা ঘটার পরেও স্থানীয় বিধায়ক বিবেক (Vivek Gupta) ও সাংসদ সুদীপের দেখা মেলেনি। দুই জনপ্রতিনিধির এহেন আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিজেপি।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর হাইমাদ্রাসা! উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার এই ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করেছিল বিজেপি। মুরলীধর সেন লেন থেকে সেই মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো থাকার সামনে। সেই মিছিলে ছিলেন প্রবীণ নেতা তথা বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের মতো ব্যক্তিত্বরা। মিছিল আটকাতে ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পদ্ম শিবিরের নেতা-কর্মীরা। এরপর সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Trinamool Congress Sudip Banerjee Vivek Gupta

বিজেপির নেতা-কর্মীরা সুদীপ ও বিবেকের অনুপস্থিতিতি নিয়ে প্রশ্ন তোলেন। এরপর দুই ‘নিরুদ্দেশ’ জনপ্রতিনিধির নামে থানায় মিসিং ডায়েরি করা হয়।

উল্লেখ্য, বড়বাজার অগ্নিকাণ্ড নিয়ে বর্তমানে সরগরম বাংলা। এই প্রাণঘাতী দুর্ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ছিলেন না। বৃহস্পতিবার সকালে দিঘা থেকে ফিরেই ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এবার তাঁর দলেরই সাংসদ, বিধায়কের নামে ‘মিসিং ডায়েরি’ করল বিজেপি। এত বড় দুর্ঘটনা ঘটার পরেও তৃণমূলের (Trinamool Congress) দুই জনপ্রতিনিধির দেখা না মেলাতেই এই পদক্ষেপ নেয় পদ্ম শিবির।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X