“মানুষ ভোট দিতে পারলে বিজেপি প্রচুর ভোটে জিতবে ” ঃ লকেট চ্যাটার্জী

বাংলা হান্ট ডেস্ক : দেশে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফায় লোকসভা নির্বাচন। এই অবস্থায় সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা নিশ্চয়ই আর বলতে বলতে বাকি রাখে না।

আজ লোকসভা ভোটের পঞ্চম দফায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যেই বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি অভিযোগ তুলে বললেন, ” হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিজেপি এজেন্টের বসে দেওয়া হচ্ছে না।

মানুষ ভোট দিতে পারলে বিজেপি প্রচুর ভোটে জিতবে।

ccfc3 screenshot 20190506 134821এই বলে তৃণমূলের ওপরে নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপি মহিলা মোর্চা লকেট চ্যাটার্জি।

সম্পর্কিত খবর