বাংলাহান্ট ডেস্ক : বিজেপি করবে কেন? সেই অপরাধে হাটখোলা বাজারে এলোপাথাড়ি মারধর বিজেপি মণ্ডল সহ সভাপতিকে। অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের কর্মীদের বিরদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকা জুড়ে। মারধরের চোটে গুরুতর আহত হয়েছেন অমল মণ্ডল নামক ওই বিজেপি নেতা। তিনি বর্তমানে বাসন্তী অঞ্চলের বিজেপি চার নম্বর মণ্ডলের সহ সভাপতি পদে রয়েছেন।
জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ঝড়খালি বাজার এলাকায় বিজেপি মণ্ডল সহ সভাপতি অমল মণ্ডলকে হঠাৎ পথ আটকায় তৃণমূল কর্মীরা। এরপরেই অনেক জন মিলে এলোপাথাড়ি মারধর শুরু করে বলে অভিযোগ। গুরুতর ভাবে আহত অবস্থায় বাজার এলাকা থেকে অমলবাবুকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু আঘাত অত্যাধিক হওয়ার জন্য সেখানকার চিকিৎসকেরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করে।
স্থানীয় সূত্রে খবর, অমল বাবু ঝড়খালির পার্বতীপুরের বাসিন্দা। গত বিধানসভা ভোটের সময় তিনি পদ্মশিবিরের হয়ে ভোট দাঁড়ান। তারপর বিজেপির চার নম্বর মণ্ডলের সহ সভাপতি পদে নির্বাচিত হন তিনি। তারপরেই বিধানসভা ভোটের পর দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন তিনি শাসকদলের ভয়ে। তবুও শেষ রক্ষা পেলেন না তিনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে একপ্রকার জোর করেই ঘরে ফেরানো হয়।
আর তারপরেই ঘটে বিপদ। খোলা বাজারে তাকে ধরে শাসকদলের লোকজনই মারধর করে। অমল মণ্ডলের পরিবারের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই শসকদলের অভিযুক্ত নেতা ও কর্মীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হবে। শাসকদলের তরফ থেকে সমস্ত ঘটনাই অস্বীকার করা হয়েছে।