অসম পুরসভা নির্বাচনে বিজেপির ঝড়ে ধ্বস্ত বিরোধীরা, মাত্র একটি জায়গায় জিতল কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ অসমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি রাজ্যে অনুষ্ঠিত পুরসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে। গেরুয়া শিবির ৮০টি পুরসভার মধ্যে ৭৫টিতে জয়লাভ করেছে। এবং তার জোট শরিক আসাম গণ পরিষদ (AGP) দুটি পুরসভায় জয়লাভ করেছে। নির্দলীয় প্রার্থীরা দুটি পুরসভা দখল করেছে এবং বিরোধী কংগ্রেস মাত্র একটি পুরসভা জয় করতে পেরেছে।

গত ৬ মার্চ ৮০টি পৌরসভার বোর্ডের ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, রাজ্য জুড়ে ৯২০টি ওয়ার্ডে ভোট হয়েছে। বিজেপির ৮২৫ জন, কংগ্রেসের ৭০৬ জন, এজিপি থেকে ২৪৩ জন এবং নির্দল হিসাবে ৭৫৮ জন সহ মোট ২৫৩২ জন প্রার্থী ভোটের ময়দানে নেমেছিলেন।

   

বিজেপি রাজ্য সভাপতি ভবেশ কলিতা বলেছেন, “রাজ্যের মানুষ দেখিয়েছে যে তারা আর কংগ্রেসের দুর্নীতি চায় না এই কারণে তাঁরা তাদের বিদায় জানিয়েছে। অন্যদিকে, আমরা যে বিপুল সমর্থন পেয়েছি তা দেখায় যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার যে কাজ করেছে তাতে রাজ্যের মানুষ খুশি।”

গত বছর বিধানসভা নির্বাচনে পরাজয় এবং কংগ্রেসের দু’জন বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে চলে যাওয়ার পর বুধবারের পুরসভার ফলাফল কংগ্রেসের কাছে আরেকটি ধাক্কা। কংগ্রেস এবার শুধুমাত্র নারায়ণপুর পুরসভায় জয়লাভ করতে সক্ষম হয়েছে।

ফলাফলের পর কংগ্রেস মুখপাত্র অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন, “আমরা নির্বাচনের ফলাফলে বিস্মিত নই এবং নম্রতার সাথে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণ করি। বিজেপি বর্তমানে কেন্দ্রে এবং রাজ্য উভয় জায়গাতেই সরকার রয়েছে এবং ভোটাররা ক্ষমতাসীন দলকে তাদের সমর্থন দিয়েছে।”

বিজেপি প্রার্থীরা জিতেছে ৭৪২টি ওয়ার্ডে আর এজিপি জিতেছে ৬৫টি ওয়ার্ডে। বিরোধী কংগ্রেস ৭১টি ওয়ার্ড জিতেছে এবং আম আদমি পার্টি (AAP) লখিমপুর এবং তিনসুকিয়াতে দুটি ওয়ার্ড জিতে অসমে তাদের আগমন ঘটিয়েছে। AAP প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেছেন, “বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা। অসমেও সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি শুরু হয়েছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর