বাংলা হান্ট ডেস্ক : দেশে শুরু হয়েছে গণতন্ত্র উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ষষ্ঠ দফায় সম্পন্ন হয়ে গিয়েছে লোকসভা। এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের একে অপরকে আক্রমণ করার পরিমাণও বেড়ে গিয়েছে বহুগুণ।
নির্বাচনের মধ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বেশ জল ঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে ক্যানিংয়ের সভায় থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্ মুখ্যমন্ত্রী কে এক হাত নিয়ে বলেন, কলকাতায় যাব, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। মমতা দিদি বলছেন জয় শ্রীরাম বলা যাবে না, আমি জয়নগরে দাঁড়িয়ে বলছি, ‘জয় শ্রীরাম’।
শুধু তাই নয় তিনি আরও বলেন, “বিজেপিকে সভা করতে না দিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন দিদি। মমতা সরকার বদলে দিন, আরও জাঁকজমক করে দুর্গা পুজো হবে।
বোমা তৈরি ছাড়া কোনও শিল্প নেই। এখানে শুধু ভাইপোকর চলছে।” এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত শাহ্।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার