বাংলা হান্ট ডেস্কঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে গোটা ভারতের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi)। বিদেশ সচিব বিক্রম মিস্রী, বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল কুরেশি গোটা দেশের সামনে অপারেশন সিঁদুরের নিখুঁত বর্ণনা তুলে ধরেছিলেন। এহেন ব্যক্তিত্বের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা বিজয় শাহর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে ফুঁসে উঠেছে কংগ্রেস।
কর্নেল কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে কী বলেছিলেন বিজেপি মন্ত্রী?
সম্প্রতি মধ্যপ্রদেশের মন্ত্রী শাহ বলেন, ‘ওরা (জঙ্গিরা) আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে খুন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা আমাদের বোনকে বিধবা করেছে, সেই কারণে মোদীজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন’।
भाजपा की मध्य प्रदेश सरकार के एक मंत्री ने हमारी वीर बेटी कर्नल सोफिया क़ुरैशी के बारे में बेहद अपमानजनक, शर्मनाक और ओछी टिप्पणी की है।
पहलगाम के आतंकी देश को बाँटना चाहते थे, पर आतंकवादियों को मुंहतोड़ जवाब देने में पूरे ‘ऑपरेशन सिंदूर’ के दौरान देश एकजुट था।
BJP-RSS की…
— Mallikarjun Kharge (@kharge) May 13, 2025
নিজের মন্তব্যে সরাসরি কর্নেল কুরেশির নাম না নিলেও শাহ আদতে কাকে নিশানা করেছেন সেটা বুঝতে কারোর সমস্যা হয়নি। তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে গোটা দেশ। চুপ করে থাকেনি কংগ্রেসও। অবিলম্বে বিজয় শাহকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
আরও পড়ুনঃ বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে অনিশ্চয়তা! হাইকোর্টে যা হল… চিন্তায় অগুনতি শ্রমিক
মঙ্গলবার খাড়্গে (Mallikarjun Kharge) নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) লেখেন, ‘আমাদের বীরকন্যা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের একজন মন্ত্রী অত্যন্ত অপমানকর, লজ্জাজনক মন্তব্য করেছেন। পহেলগাঁওয়ের জঙ্গিরা দেশকে ভাগ করতে চাইতো। তবে অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়ায় গোটা দেশ একত্রিত ছিল’।
কংগ্রেস নেতা লেখেন, ‘বিজেপি-আরএসএসের মানসিকতা নারী বিরোধী। প্রথমে পহেলগাঁওয়ে শহিদ নৌসেনা অফিসারের স্ত্রীকে সমাজমাধ্যমে ট্রোল করা, এরপর দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রীর কন্যাকে জ্বালাতন করা আর এখন বিজেপির মন্ত্রী আমাদের বীরাঙ্গনা সোফিয়া কুরেশিকে নিয়ে এমন অভদ্র টিপ্পনী করছেন। মোদীজির এই রকম মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা উচিত’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ের সময় দুই মহিলা সেনা আধিকারিককে তুলে ধরে একদিকে যেমন নারী শক্তির বার্তা দিয়েছিল ভারত, তেমনই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিও তুলে ধরা হয়েছিল। স্বাভাবিকভাবেই কর্নেল কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর মন্তব্য ভালোভাবে নেয়নি ভারতবাসী। চাপের মুখে পড়ে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন শাহ। পদ্ম নেতার দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কর্নেল কুরেশি তাঁর নিজের বোনের থেকেও অধিক সম্মানের। তাঁকে স্যালুটও জানিয়েছেন শাহ। তাঁর এই মন্তব্যের জন্য কার্যত ভর্ৎসনা করেছে মধ্যপ্রদেশ রাজ্য বিজেপি। শাহ জানিয়েছেন, তাঁর মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ১০ বার ক্ষমা চাইতে তৈরি।