বাংলা হান্ট ডেস্কঃ দিন চারেক আগে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) লকডাউন কার্যকর করতে যাওয়া পুলিশের উপর হামলা করে একদল মানুষ। এই হামলায় পুলিশের কয়েকজন জওয়ান আহত হন। এমনকি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে হয় তাদের। এই ঘটনার পর রাজ্য সমেত গোটা দেশেই রাজনৈতিক তোলপাড় হয়েছিল।
রাজ্যের বিরোধী দল বিশেষ করে বিজেপি এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলের তোষণ নীতিকে দায়ি করেছিল। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপিকে একহাতে নিয়ে বলেছিলেন সবকিছুর মধ্যে যেন ধর্ম না টেনে আনা হয়।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করে বিজেপির তরফ থেকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে দায়ি করা হচ্ছিল। আরেকদিকে, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফ থেকে এই ঘটনার দায় বিজেপির উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছিল। এমনকি তৃণমূলের পক্ষ থেকে একটি বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপের ছবিও ভাইরাল করা হচ্ছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে, বিজেপি এই অশান্তিতে ইন্ধন দেওয়ার কাজ করছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কড়া অ্যাকশন নিতে বলে পুলিশকে। এবং হাওড়া সিটি পুলিশ এই ঘটনার পরিপেক্ষিতে ১৪ জনকে গ্রেফতারও করে। এছাড়াও ভিডিওতে একজনকে দেখা যায় যে, পুলিশের পিঠে লাথি মারছিল, তাঁকেও গ্রেফতার করে পুলিশ।
In Tikiapara incident,14 prsns incl. d one who was seen in d video jumping & hitting a police officer, hv been arrested.
The main instigator who provoked people just before the incident,has also been arrested.He is a younger brother of a member of Howrah Distt BJP Minority Cell pic.twitter.com/aV2LvxANiI— Howrah City Police (@hwhcitypolice) May 4, 2020
পুলিশের পিছনে লাথি মারা যুবক সাকিবকে গ্রেফতার করার দুদিন পর আরেকটি ভিডিও (Video) প্রকাশ করল হাওড়া পুলিশ। ওই ভিডিওতে একজনকে ইঙ্গিত করে পুলিশ বলছে যে, উনি বিজেপির মাইনরিটি সেলের নেতার ছোট ভাই। পুলিশের মতে উনিই এই অশান্তিতে মানুষকে উস্কানি দিয়েছে। পুলিশ এও জানিয়েছে যে, মানুষকে উস্কানি দেওয়া বিজেপি নেতার ভাইকে গ্রেফতার করা হয়েছে।