পোড়া বস্তি দেখতে ৪৫ হাজারের গেঞ্জি পরে হাজির ফিরহাদ! বিধায়কের বেতন কত জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র তিনি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতন হেভিওয়েট একজন নেতা। এবার সেই ফিরহাদ হাকিমের (Firhad Hakim) টি-শার্ট নিয়েই শুরু হল তরজা। ৪৫ হাজার টাকার টি-শার্ট পরে নাকি নারকেলডাঙার অগ্নিদগ্ধ ঘটনাস্থল দেখতে উপস্থিত হয়েছিলেন ববি, দাবি বিজেপির।

পাল্টা মুখ খুলেছেন ফিরহাদ (Firhad Hakim)

গত শনিবার রাতে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। তাতে প্রাণ হারিয়েছেন একজন, পুড়ে গিয়েছে ৩০টিরও বেশি ঝুপড়ি। রবিবার সকালে সেই ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী ফিরহাদ। তাঁর পরনে ছিল কালো রঙের একটি টি-শার্ট। এবার তার দাম নিয়েই সরব হল বিজেপি। আসানসোল দক্ষিণের পদ্ম বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) দাবি, ফিরহাদের পরনের ওই টি-শার্টের মূল্য নাকি ৪৫,০০০ টাকা!

বিজেপি (BJP) বিধায়ক লেখেন, ‘মেয়র যে ব্র্যান্ডের টি-শার্ট পরে গিয়েছেন, সেটার দাম ৪৫,০০০ টাকা। এই তৃণমূল কংগ্রেস নেতারা আবার গরিব মানুষের কথা বলেন’। এরপর বিধায়কের মাসিক বেতনের কথা উল্লেখ করে অগ্নিমিত্রা প্রশ্ন করেন, ‘বিধায়কের মাসিক বেতন ১ লক্ষ ২০ হাজার টাকা। তাহলে ফিরহাদ হাকিম মহাশয় কীভাবে এত দামি টি-শার্ট পরে যায় কীভাবে?’

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের আশা চূর্ণ! DA দূর, বেতন নিয়ে সামনে এল খারাপ খবর! পকেটে ‘প্রভাব’ পড়বে?

এই বিষয়ে পাল্টা দিয়েছেন ফিরহাদও। তাঁর কথায়, ‘লোগো কা কাম হ্যায় কেহনা। আপনি যদি এই শার্টটা উপহার দেন ফেলে দেব রাস্তায়? কেউ গিফট দিলেন পরব না? প্রধানমন্ত্রী নিজে ১০ লক্ষ টাকার শ্যুট পরেন। সেটা কাউন্টার করাতে গেলে অন্তত ৪৫ হাজার খুঁজে পেয়েছে ভালো’।

Firhad Hakim press conference

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কখনও তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, কখনও আবার চর্চার কেন্দ্রে চলে এসেছে তাঁর টি-শার্ট। এবার যেমন মেয়রের পরনের টি-শার্টের দাম উল্লেখ করে সুর চড়ালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। পাল্টা দিয়েছেন ববিও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর