‘ভিক্ষা ছড়িয়ে পেটে বোমা মারছেন। মা-ছেলে মিলে রাজ্যকে শেষ করেছে’। মমতাকে আক্রমণ BJP বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আম-জনতার দুয়ারে দুয়ারে তাঁদের সমস্যা নিরসনে পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা (Didir Doot)। সেই কর্মসূচীকে ঘিরেই এখন ধুন্ধুমার রাজ্যজুড়ে। এই আবহেই এবার ‘দিদির দূত’ কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখা (Amarnath Sakha)। দিদির দূতদের এক্কেবারে ঝাঁটা পেটা করার নিদান দিলেন তিঁনি।

ঠিক কী বললেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক? মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় এক দলীয় কর্মসূচিতে যোগদান করেন অমরনাথ শাখা। প্রকাশ্য সভায় তিঁনি বলেন, “এখন দরজায় দরজায় দিদির দূতেরা আসছে। আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন।” প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অমরনাথ শাখা।

এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। তিঁনি আরও বলেন, “এগারো বছর বরবাদ করে দেওয়ার পর এখন সবদিক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন দরজায় মমতার দূত। আমরা বলছি দরজায় মমতার ভূত। এই ভূতরা কোনও না কোনও দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তাঁরা কোনও মা কে বলেছেন আইসিডিএস-এ এসে চাকরি করে দেবেন, বেকার যুবকদের বলেছেন স্কুলে বা সিভিক কর্মীর চাকরি পাইয়ে দেব। এইভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। তাই এই ভূতরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন।”

এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করে তিঁনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা ছড়িয়ে দিয়ে আমাদের পেটে বোমা মারছেন। মা ও ছেলে দুজনে মিলে রাজ্যকে জর্জরিত করে দিয়েছে। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এই দুজনকে বাংলা ছাড়া করতে হবে। ওই দুজনের উদ্যেশ্য এই রাজ্যকে বাংলাদেশ বানানো।”

bjp tmc

বিজেপি বিধায়কের মন্তব্যে পাল্টা সরব হয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল শিবিরের দাবি , “ভূতকে মানুষ ভয় পায়। দিদির দূতেরা যেভাবে মানুষের দরজায়-দরজায় গিয়ে কাজ করছে তাতে বিজেপি নেতারা ভয় পেয়ে এমন সব কথা বলছে। যেভাবে গ্যাস ও পেট্রোপণ্যের দাম বেড়েছে, তাতে মানুষ তৈরি আছে বিজেপি নেতাদের ঝাঁটা পেটা করার জন্য। তৃণমূল চাইলে অমর নাথ শাখাদের বাঁকুড়া ছাড়া করতে বেশি সময় লাগবে না। কিন্তু তৃণমূল শান্তি চায়। শান্ত বাংলাকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর