তালিবানি সমস্যার কারণে ভারতে বাড়ছে তেলের দাম, অবাক দাবি বিজেপি বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে জর্জরিত গোটা ভারত। আন্তর্জাতিক বাজারে মূল্য সেভাবে না বাড়লেও ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। যা নিয়ে কার্যত পকেটে রীতিমতো টান পড়েছে আমজনতার। এর আগেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছু অবাক করা যুক্তি দিতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। কেউ কেউ তো এও বলেছিলেন, শীতকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়, গরমকাল আসলে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে দাম যে কমেনি বর্তমান মূল্যের দিকে তাকালেই তা বোঝা যায়। এবার ফের একবার অবাক করা যুক্তি দিয়ে বসলেন বিজেপি বিধায়ক অরবিন্দ বেলাড।

কর্নাটকে বিজেপি বিধায়কের দাবি ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির অন্যতম বড় কারণ হল তালিবান সমস্যা। সংবাদমাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেন, “আফগানিস্তানের তালিবান সঙ্কটের জন্য অপরিশোধিত তেলের সরবরাহে প্রবল ঘাটতি দেখা দিয়েছে। যার জেরে এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে। দাম বাড়ার কারণ বোঝার মতো বিচারবুদ্ধি ভোটারদের রয়েছে।”

যদিও অরবিন্দের কথার তেমন যুক্তি খুঁজে পাচ্ছেন না ওয়াকিবহাল মহল। তাদের মতে, ভারত অপরিশোধিত তেল আমদানি করে মূলত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে। অর্থাৎ এক্ষেত্রে ভারতের সঙ্গে আফগানিস্তানের কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই।

taliban 3a

যদিও তালিবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি অর্থাৎ বাণিজ্য ব্যবস্থা যে অনেকটাই ধাক্কা খেয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এর প্রভাব কখনও জ্বালানি তেলে পড়তে পারে না। কারণ আফগানিস্তান থেকে ভারত জ্বালানি তেল আমদানিই করে না। বিজেপি বিধায়কের এই অবাক করা যুক্তি নিয়ে তাই এখন তৈরি হয়েছে রীতিমতো বিতর্ক।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর