আরেক বিধায়ক কমছে বিজেপির? গেরুয়া শিবিরের এই হেভিওয়েটের কীর্তিতে শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত শাসক-বিরোধী উভয় শিবির। তবে প্রতিবারই ভোট যত সামনে আসে, দলবদলের ঝোঁকও যেন পাল্লা দিয়ে বাড়ে। আর এবারেও তার ব্যতিক্রম নয়। কিছুদিন আগেই দলবদল করে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তারপরেই রাজ্যের প্রধান বিরোধী দলের এই ভাঙন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফের গেরুয়া শিবিরে ভাঙন? BJP

জোর গলায় ফিরহাদের দাবি ছিল, শুধুই তাপসীতেই শেষ নয়, আগামী দিনে নাকি আরও ৩৬ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। মন্ত্রীমশাইয়ের এই ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর জলঘোলা চলছে রাজনৈতিক মহলে। এদিকে এই জল্পনার মাঝেই বিরাট কাণ্ড ঘটালেন হরিণঘাটার BJP বিধায়ক অসীম সরকার।

ঠিক কী করলেন তিনি?

ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা (Baruni Mela 2025)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা এবছর মন্ত্রী শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের সংগঠন একযোগে পরিচালনা করছে। তার আগে বুধবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে হাজির হন BJP বিধায়ক অসীম সরকার (Ashim Sarkar)।

এখানেই শেষ নয়, সটান শুয়ে পায়ে মাথা ঠেকিয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ তথা ঠাকুরবাড়ি সদস্যা মমতাবালা ঠাকুরকে (Mamatabala Thakur) প্রণাম করলেন গেরুয়া বিধায়ক। বিজেপি নেতার এমন কীর্তিতে তোলপাড় রাজ্য। প্রশ্ন উঠছে, তাহলে কী এবার মিলবে ফিরহাদের ভবিষ্যদ্বাণী?

ashim sarkar

আরও পড়ুন: রাজ্যে এই প্রথম! প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, শিক্ষাব্যবস্থায় কি কি বদল আসছে?

কী বললেন অসীম সরকার?

একেবারে বিরল কাণ্ড ঘটানোর পর বিজেপি বিধায়ক অবশ্য বলেছেন, “ভক্তদের এটাই চাওয়া ছিল। মতুয়া পরিবার চায় আমরা সবাই একত্রিত হই। পিছনের দিকের কথা সবাই ভুলে যান। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে।” এদিকে তৃণমূলের মমতাবলা ঠাকুরও বলেন, “একটা সংসার থাকলে ভুল বোঝাবুঝি হয়। এটাই তো জগতের নিয়ম।” তবে রাজনৈতিক মহলের প্রশ্ন একি নিছকই সৌজন্যতা নাকি নেপথ্যে অন্য কোনও কিছু?

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর