‘TMC ১টা বোম মারলে, আমরা ১০টা মারব, ১টা গুলি চালালে আমরা ১০টা চালাব!’, হুমকি BJP বিধায়কের

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। বয়ান পাল্টা বয়ানে সরগরম রাজ্য রাজনীতি। এবার বিতর্কিত বয়ান দিয়ে সংবাদ শিরোনামে বিজেপি বিধায়ক (BJP MLA) । অবাধে ভোটের স্বার্থে দলীয় কর্মীদের পাল্টা বোমা মারার নিদান দিলেন নদিয়া (Nadia) জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। দলের কর্মিসভা থেকে বেলাগাম মন্তব্য করে বিপাকে বিধায়ক। এই মন্তব্যের পরই তোপ দেগেছে তৃণমূল শিবির।

গতকালশনিবার হরিণঘাটার ব্লকের কাষ্ঠোডাঙা পঞ্চায়েতের নিমতলা অঞ্চলের বিজেপির একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই মঞ্চ থেকেই অসীম সরকার বলেন, ‘আমাদের ভোটারদের ভয় দেখালে এবং একটাও বোমা ফাটালে, আমরা দশটা ফাটাব। ওরা একটা গুলি মারলে, আমরা দশটা গুলি মারার ক্ষমতা রাখি। ওরা কামড়াতে এলে আমরা ওদের মাথাটাই ছেঁচে দেব।’

asim 2

এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। সুযোগ হাতছাড়া করেনি জোড়াফুল শিবিরও। বাংলার শাসক দলের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মাটি পাবে না বিজেপি। তাই আগে থেকেই জানিয়ে রাখছে তারা অশান্তি করবে।’ এদিকে এই মন্তব্য করার পরই অসীম সরকার সাফাই দেন, ‘সন্ত্রাস হলে প্রতিরোধ হবে— এটাই বোঝাতে চেয়েছি আমি। তবে আমার শব্দচয়নে কিছু ভুল হতে পারে।’

অসীম সরকার যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছেন তখন অবশ্য সেখানে ছিলেন না শুভেন্দু। গেরুয়া বিধায়কের ওই মন্তব্যের কর রানাঘাটের সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘অসীম সরকার সমাজবিরোধীদের ভাষায় কথা বলছেন! গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ভাষা মেনে নেওয়া যায় না।’

Sudipto

সম্পর্কিত খবর