বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার কলকাতার পুরভবনে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শুরুর ঠিক আগেই তাঁর ঘর থেকে বের হতে দেখা গেল গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে (Biswanath Karak)। কিন্তু রাজনীতিতে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে একান্ত সাক্ষাৎকার মানেই মাথাচাড়া দেয় দলবদলের জল্পনা।
ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরে চুপিসারে BJP বিধায়ক
অন্তত অতীতের একাধিক ঘটনা এমনটাই ইঙ্গিত দিয়ে আসছে। তাই এই সমস্ত মুখরোচক খবর মিডিয়ার কাছে এসে পৌঁছাতেও বেশিক্ষণ সময় লাগে না। এদিন গোঘাটের বিধায়ক যখন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘর ছেড়ে বেরোচ্ছেন তখন বাইরেই তাঁকে ছেঁকে ধরেছিল এক ঝাঁক সাংবাদিকদের দল। মাস্কে মুখ ঢাকলেও তাঁকে চিনে ফেলেন পুরো কর্মীদের অনেকেই।
আচমকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেজায় অস্বস্তিতে পড়ে যান বিজেপি বিধায়কও। যদিও জড়তা কাটিয়েই তিনি বলতে বলে ওঠেন, ‘ না না বলার কিছু নেই। বললে আবার আপনারা হয়তো অন্য কিছু ভাববেন’। এরপরেই দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২৬ সালে তৃণমূল সরকারকে উৎখাত করার অঙ্গীকার করলেন এই বিজেপি বিধায়ক।
তিনি স্পষ্ট জানিয়েছেন তাঁদের এই সাক্ষাতের সাথে কোন রাজনৈতিক সমীকরণের যোগসূত্র নেই। আরামবাগ মহাকুমা তাঁর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সে জন্যই এই আরামবাগের অন্তর্গত গ্রীন সিটি নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা নিয়ে অভিযোগ জানাতেই এদিন তিনি ফিরহাদ হাকিমের (Firhad Hakim)কাছে এসেছিলেন। এদিন এমনটাই জানিয়েছেন বিশ্বনাথ বাবু।
তাঁর কথায় এই আরামবাগ পৌরসভার অন্তর্গত গ্রীন সিটিতে যে সোলার প্যানেল বসানো হয়েছিল তা ভেঙে পড়েছে। তাঁর দাবি আরামবাগ পৌরসভা এলাকায় গ্রীন সিটি করানোর নামে প্রায় ৯ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এ বিষয়ে তিনি পুরসভার চেয়ারম্যান বিভাগকেও চিঠি লিখেছিলেন। আর এই সংক্রান্ত কিছু তথ্যও তার হাতে এসেছে। তাই তিনি এদিন এই দুর্নীতির কথা ব্যক্তিগতভাবে জানিয়ে গিয়েছেন মন্ত্রীকে।
আরও পড়ুন: ফারাক্কার নাবালিকা ধর্ষণ-খুনের ২ মাসের মধ্যে ফাঁসির সাজা! ১ জনের যাবজ্জীবন
সেইসাথে এদিন জোর গলায় বিজেপি বিধায়ক জানান, ‘জল্পনার সম্ভাবনা নেই। ২০২৬ সালের নির্বাচনে এই সরকারের পতন হবে। জনপ্রতিনিধি হিসেবে হাকিম সাহেবের কাছে এসেছিলাম। অন্য কোন মানে বার করাটা ঠিক হবে না।’
এখানে বলে রাখা ভালো, বিজেপিতে যোগ দেওয়ার আগে বিশ্বনাথ বাবু ছিলেন বামফ্রন্টের বিধায়ক। পরবর্তীতে পালা বদলের পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্থাৎ দলবদলের পূর্ব অভিজ্ঞতা কিন্তু তাঁর রয়েছে।