প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যারের বদলে ম্যাডাম বলে সম্বোধন, হাসির পাত্র হলে বিজেপি বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ চিঠি লিখতে গিয়ে খোদ প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন! ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচনার মুখে পড়তে হলো রঘুনাথপুর বিধানসভায় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরীকে। ঘটনাটি ঠিক কি? আর কিছুই নয় যাকে বলে প্রিন্টিং মিসটেক। কিন্তু অনেক সময় একটা ছোট্ট ভুল যে কত বড় হয়ে উঠতে পারে তা প্রমাণিত হলো এই ঘটনা থেকেই।

৯ আগস্ট অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী দপ্তরের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন বিবেকানন্দ। রঘুনাথপুর বিধানসভায় একটি দু বছরের শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বিধায়কের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিল শিশুটির পরিবার। রাজবীর বাউরী নামের ওই শিশুটির জন্যই প্রধানমন্ত্রীর কাছে ত্রাণ তহবিল থেকে সাহায্যের আর্জি জানিয়ে চিঠি লেখেন বিবেকানন্দ। সেই চিঠিতেই রয়েছে এই ভুল, যার জেরে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল বিজেপি বিধায়ক। তৃণমূল কটাক্ষ করে বলছে, বিধায়ক চিঠি লিখতে পারেন না তিনি কীভাবে মানুষের পাশে দাঁড়াবেন।

অন্যদিকে বিবেকানন্দের বক্তব্য আসলে ওই চিঠিটি ছিল একটি ড্রাফট। তা কোথাও পাঠানো হয়নি। সঠিক সময়ে সংশোধিত চিঠিটি নিয়ে যাবেন শিশুর পরিবার। কিন্তু কেন এ ধরনের ভুল হল? বিধায়ক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই একই বয়ানে চিঠিটি লেখা হয়েছিল। প্রধানমন্ত্রীর চিঠির ক্ষেত্রে যেখানে ‘ম্যাডাম’ লেখা হয়েছে, সেই জায়গায় শব্দটি বদল করা হয়নি। আমার অফিসে যাঁরা কাজ করেন, তাঁদেরই ভুল এটা। এতই ব্যস্ত ছিলাম যে, সই করার সময় দেখার সুযোগ হয়নি।’’narendar modi

অনেক সময় এ ধরনের ছোট ছোট ভুল যে চোখ এড়িয়ে যায় তা বলাই বাহুল্য। কিন্তু যে চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাতে যে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল এ নিয়েও কোন সন্দেহ নেই। তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ফের একবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী।

 

Abhirup Das

সম্পর্কিত খবর