হিন্দুত্ব, বিজেপির বিরুদ্ধে উস্কানো হচ্ছে মানুষকে, ‘পাতাল লোক’ প্রযোজক অনুষ্কার বিরুদ্ধে দায়ের অভিযোগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সনাতন হিন্দু ধর্ম ও বিজেপির (bjp) বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ (patal lok)। বিজেপি এমএলএ নন্দকিশোর গুর্জর দাবি করেছেন তাঁর ছবি বিনা অনুমতিতে ব‍্যবহার করে এমনই বার্তা দিচ্ছে এই ওয়েব সিরিজ। ওই সিরিজের প্রযোজক অভিনেত্রী অনুষ্কা শর্মার (anushka sharma) বিরুদ্ধে এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন নন্দকিশোর।


ওয়েব সিরিজটির একটি দৃশ‍্যে দেখা গিয়েছে সিরিজের এক চরিত্র দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা বাজপেয়ী হাইওয়ের উদ্বোধন করছেন। তাঁর পেছনেই দেখা গিয়েছে নন্দকিশোরকে। কিন্তু আসল ছবিতে ওই নেতার জায়গায় ছিলেন উত্তর প্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ।


নন্দকিশোর দাবি করেছেন, এই সিরিজ বিজেপির বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। সিরিজে হিন্দুদের ‘ভিলেন’ করে দেখানো হচ্ছে, এই অভিযোগ তুলে তা ব‍্যান করারও দাবি করেছেন নেটিজেনদের একাংশ।

অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, গুল পনাগ, জয়দীপ আলাওয়াট, অননিন্দিতা বসু প্রমুখ। স্বর্গ লোক, ধরতি লোক বা মর্ত‍্য লোক ও পাতাল লোক এই তিন নিয়ে সিরিজের চিত্রনাট‍্য। সাংবাদিক সঞ্জীব মিশ্র সংবাদ মাধ‍্যমের ভাল খারাপ সবকিছু তুলে ধরেন। তিনি একসময় খুনের হাত থেকে বেঁচে যান ভাগ‍্যের জোরে। সেই কেসের দায়িত্ব পড়ে হাতিরাম চৌধুরীর ওপর। তিনি ও তাঁর স্ত্রী রেনু তুলে ধরেছেন ধরতি লোক। অপরদিকে পাতাল লোকের একজন ঠান্ডা মাথার খুনি বিশাল ত‍্যাগী ওরফে হাতোড়া ত‍্যাগী। এভাবেই মিলে যাবে তিন লোক।

X