বাংলাহান্ট ডেস্ক : থানার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বাড়িতে অস্ত্র মজুত রাখার দাবি করছেন বিজেপি (BJP) বিধায়ক। দরকার হলে তা ব্যবহারও করতে হবে। সম্প্রতি এমনি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে বাঁকুড়ার সোনামুখীর বিজেপি (BJP) বিধায়ককে থানার সামনে দাঁড়িয়েই এমন বিষ্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে বাংলা হান্টের তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
বিজেপি (BJP) বিধায়কের মন্তব্যে শুরু বিতর্ক
সম্প্রতি একটি ভিডিও চর্চায় উঠে এসেছে। সেখানে বাঁকুড়া জেলার সোনামুখীর বিজেপি (BJP) বিধায়ক দিবাকর ঘরামিকে বলতে শোনা যায়, ‘মানুষকে এখন থেকে বাড়িতে অস্ত্র রাখতে হবে। আর প্রয়োজনে তা ব্যবহারও করতে হবে’।
পালটা মুখ খুলল তৃণমূল: চর্চিত ভিডিওটি ঘিরে আবারো একবার তুঙ্গে উঠেছে শাসক বনাম বিরোধী রাজনীতি। বিজেপি (BJP) বিধায়কের মন্তব্যের বিরোধিতা করে মুখ খুলেছে তৃণমূল। তৃণমূলের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে, ‘গোলি মারো থেকে অস্ত্র মজুত করা, বিজেপির চিত্রনাট্য ঘৃণায় ভরা। দিবাকর ঘরামি ভুল করে কিছু বলেননি, তিনি প্ল্যানটা ফাঁস করে দিয়েছেন, বাংলায় হিংসা ছড়ানো, পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। দিল্লির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে জ্বলতে আমরা দেব না’।
আরো পড়ুন : আটকে যেতে পারে টাকা, ৩০ এপ্রিলের মধ্যেই এই জরুরি কাজ সারার নির্দেশ কেন্দ্রের
রাজ্য রাজনীতিতে বিতর্ক: এই একটি ভিডিও নিয়ে নতুন করে শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ, বাংলায় হিংসা ছড়ানো এবং অস্থিরতা তৈরি করার বিজেপির প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে গেরুয়া (BJP) শিবিরের কটাক্ষের বিরুদ্ধে এবার পালটা সুর চড়িয়েছে তৃণমূল।
আরো পড়ুন : শিক্ষকের অভাবে ‘বিশেষ’ ব্যবস্থা স্কুলগুলিতে, আমূল বদলে যাবে পড়াশোনার ধরণ?
প্রসঙ্গত, বিধায়ক দিবাকর ঘরামি এদিন মন্তব্য করেন, ‘পুলিশ দলদাসে পরিণত হয়েছে, জেহাদিরা আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না। সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে। সাধারণ মানুষের সুরক্ষার জন্য একথা বলতে আমরা বাধ্য হয়েছি’।