বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি উঠল। অতীতে একাধিক বিজেপি (BJP) বিধায়কের মুখে উত্তরবঙ্গকে আলাদা মর্যাদা দেওয়ার কথা শোনা গিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই দাবিতে সরব হলেন ডাবগ্রাম ফুলবাড়ির পদ্ম বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
উত্তরবঙ্গ (North Bengal) নিয়ে বিরাট দাবি বিজেপি বিধায়ক শিখার
এদিন রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ নিয়ে মুখ খোলেন শিখা। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়কের দাবি, সেখানকার উন্নয়ন করতে ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তাই উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। পরবর্তীতে বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও এই বিষয়ে কথা বলেন শিখা।
বিধানসভায় বক্তব্য রাখার সময় এদিন বিজেপি বিধায়ক বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ এই সরকার। উন্নয়ন করতে না পারলে আপনারা উত্তরবঙ্গকে ছেড়ে দিন। সেখানকার মানুষ নিজেদের উন্নয়ন নিজেরা বুঝে নেবে’।
আরও পড়ুনঃ জামিন পেলেও শান্তি নেই! একগুচ্ছ শর্ত বেঁধে দিল আদালত! কী কী মানতে হবে কালীঘাটের কাকুকে?
এরপর বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিখা (Sikha Chatterjee) দাবি করেন, বিগত ১৪ বছরে উত্তরবঙ্গের উন্নয়নের বহু স্বপ্ন দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে কোনও স্বপ্নই বাস্তবায়িত হয়নি। সেখানকার শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, সবকিছু একই রয়েছে। উত্তরকন্যা নামের একটি বাড়ি বানিয়ে সেখানে দ্বিতীয় নবান্ন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিছুই হয়নি। কোনও সরকারি আমলাকে সেখানে দেখা যায় না।
ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক বলেন, সেই কারণে উত্তরবঙ্গের (North Bengal) মানুষের আবেগের কথা জানিয়ে সেখানকার উন্নয়নের ভার সেখানকার মানুষের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছি। ইতিমধ্যেই শিখার এহেন দাবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, উত্তরবঙ্গকে (North Bengal) ঘোষিতভাবে আলাদা রাজ্যের স্বীকৃতি প্রদানের বিরোধী হলেও সেখানকার একাধিক বিজেপি বিধায়ক নানান সময় উত্তরবঙ্গকে আলাদা মর্যাদা দেওয়ার দাবিতে মুখ খুলেছেন। কালিম্পংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ রাই, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মুখে এই দাবি শোনা গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে অবশ্য এই বিষয়ে রাজ্যে বিজেপির জনপ্রতিনিধিদের কথা বলতে বারণ করা হয়েছে। তা সত্ত্বেও এবার বিধানসভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা।