হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপির বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তর প্রদেশের কাসগঞ্জের অমনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং (Devendra Pratap Singh)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে ওনাকে এটা (Etah) জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসা চলাকালীন ওনার মৃত্যু হয়। বিধায়কের মৃত্যুর খবরে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে।

devendra 1

উল্লখ্য, গত ১৭ মে বিধায়কের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। ওনার স্ত্রীকে প্রথমে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু ৮ মে শারীরিক অবস্থার অবনতি হলে ওনাকে আলিগড়ের হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে ওনাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন ১৭ মে বিধায়কের স্ত্রী প্রয়াত হন।

কাসগঞ্জের অমনপুরের বিধায়ক দেবেন্দ্র সিংয়ের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গভীর শোক প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর