বিজেপি ছেড়ে তৃণমূলে হিরণ? উপনির্বাচনের আগেই বিরাট মন্তব্য! বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বর্তমানে খড়গপুরের বিধায়ক তিনি। এবার তাঁর এক মন্তব্যেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। সেই ভোট প্রচারে বেরিয়ে হিরণ এমন কিছু কথা বলেন, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

  • বিজেপি ছেড়ে তৃণমূলে হিরণ (Hiran Chatterjee)?

আগামী বুধবার মেদিনীপুর, নৈহাটি সহ বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির (BJP) তরফ থেকে দাঁড় করানো হয়েছে শুভজিৎ রায়কে। সম্প্রতি তাঁর হয়ে প্রচারে বেরিয়েছিলেন হিরণ। সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেন বিজেপি বিধায়ক।

সম্প্রতি পদ্ম প্রার্থী শুভজিতের হয়ে মেদিনীপুরের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন হিরণ (Hiran Chatterjee)। সেখান থেকে তিনি বলেন, ‘যদি কেন্দ্রীয় সরকার সুব্যবস্থা নেয়, তাহলে ৬টা আসনের মধ্যে সবকটাতেই আমরা জিতব। কিন্তু কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না। সেই কারণে ভোট লুট হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষারোপ করে লাভ আছে?’

আরও পড়ুনঃ ব্রেক ওভার! এবার বড় ঘোষণা সাংসদ অভিষেকের, ধন্য ধন্য করছে সকলে…

এরপরেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে সরব হন হিরণ। বিজেপি বিধায়ক বলেন, ‘পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?’

Hiran Chatterjee

খোদ বিজেপি বিধায়কের মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এহেন মন্তব্য। স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আচমকা কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ‘উল্টো সুর’ পদ্ম নেতার গলায়? তাহলে কি দলবদলের সম্ভাবনা? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে খড়গপুর আসন থেকে জিতে বিধায়ক হয়েছেন হিরণ (Hiran Chatterjee)। এরপর চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁকে ঘাটাল আসন থেকে দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। যদিও হেভিওয়েট তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে জয়ী হতে পারেননি তিনি। সেই সময় হিরণের দলবদলের জল্পনাও মাথাচাড়া দিয়েছিল। তখন যাবতীয় জল্পনায় জল ঢেলেছিলেন বিজেপি বিধায়ক নিজে। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর মন্তব্যের পর ফের একবার এই নিয়ে চর্চা শুরু হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর