বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা হয়েছেন। বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সম্প্রতি রাজ্য সরকারের (Government of West Bengal) বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। স্কচ অ্যাওয়ার্ড টাকা দিয়ে কেনা হয়। রাজ্য যে পুরস্কার পায় সেটা নিজেরাই পয়সা খরচ করে কেনে। এমন বেশ কিছু অভিযোগ আনেন পদ্ম নেতা। এবার হাতেনাতে তার ‘ফল’ পেলেন খড়্গপুর সদরের বিধায়ক।
জোর বিপাকে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)?
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছে নোটিশ জমা দিয়েছেন। হিরণকে নিজের মন্তব্যের জন্য কমিটির কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
খড়্গপুর সদরের বিধায়ককে আগামী ২৪ ফেব্রুয়ারি তথা সোমবারের মধ্যে লিখিতভাবে নিজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নোটিশ পাওয়ার পরেই এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন পদ্ম নেতা। সত্যি বলার কারণেই তাঁকে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ! এবার হাইকোর্টে হাজিরা দিলেন স্বরাষ্ট্রসচিব! কোন মামলায়?
হিরণ বলেন, ‘আমি তো সব তথ্য প্রমাণ দিয়েছিলাম। তবে আমায় এখন লিখিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেটাই যদি হয়, আমায় লিখিতভাবে জানানো উচিত। আগামী ২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ আমায় লিখিতভাবে তথ্য প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমার তাতে কোনও আপত্তি নেই’।
উল্লেখ্য, বুধবার বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করেন হিরণ (Hiran Chatterjee)। তিনি দাবি করেন, টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনা হয়। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদে সুর চড়ান শাসকদলের বিধায়করা। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়ককে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরানো হল। সত্যি বলার জেরেই এই নোটিশ ধরানো হয়েছে বলে দাবি হিরণের।