বড় খবরঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপির বিধায়ক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের দেবরিয়া সদর থেকে বিজেপির (Bharatiya Janata Party) বিধায়ক জন্মেজয় সিং (janmejay singh) প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাতে লখনউ এর রাম মনোহর লোহিয়া হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মেজয় সিং বিগত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন। আর বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুতে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব শোক প্রকাশ করেছেন।

bjp mla 1

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, দেবরিয়া সদর বিধানসভা এলাকার বিধায়ক জন্মেজয় সিং এর আকস্মিক মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। ওনার প্রয়াণে দল এক সমর্পিত কর্মী এবং জনতা তাঁদের প্রকৃত বন্ধু হারাল। প্রভু শ্রী রামের কাছে প্রার্থনা করি ওনার আত্মাকে যেন নিজের চরণে স্থান দেন। ওম শান্তি।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির বিধায়কের মৃত্যুতে শোক জাহির করেন। উনি ট্যুইট করে লেখেন, দেবরিয়া সদর বিধানসভা এলাকার বিধায়ক জন্মেজয় সিং এর মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। ওনার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। এবং ভগবান যেন ওনার পরিবারকে এই অসময়ে শক্তি দেন, সেটিরও প্রার্থনা করি।

১৯৪৫ সালের ৭ ই জুলাই দেবরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বিজেপির এই বিধায়ক। ওনার তিনটি পুত্র সন্তান এবং ৪ টি কন্যা সন্তান আছে। উনি লাগাতার দুবার বিজেপির টিকিটে দেবরিয়া সদর থেকে বিধায়ক হয়েছিলেন। ২০১২ সালে বিএসপি প্রার্থী প্রমোদ সিংকে হারিয়ে উনি প্রথমবার বিধায়ক হয়েছিলেন। এরপর ২০১৭ এর নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী জেপি জয়সওয়ালকে হারিয়ে আবারও বিধায়ক হন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর