কেন বিজেপি ছাড়লেন? দিলীপ ঘোষের ঘাড়ে দোষ চাপিয়ে বিস্ফোরক বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বাংলা হান্ট ডেস্কঃ দলের সঙ্গে যোগাযোগ নেই বহুদিন। পঞ্চায়েত ভোট পূর্বে হাতে ঘাসফুল শিবিরের পতাকা তুলে ময়দানে নেমেছেন তিনি। তৃণমূলের (TMC) হয়ে করছেন প্রচার। তবে তার বিজেপি (BJP) ছাড়ার কারণ নিয়ে কখনও মুখ খোলেননি । অবশেষে দলত্যাগ বিষয়ে মুখ খুললেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার রায়গঞ্জে (Raiganj) একটি রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক (BJP MLA) কৃষ্ণ কল্যাণী। সেখানে বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রসঙ্গ উঠে আসতেই মুখ খোলেন কৃষ্ণ কল্যাণী। হঠাৎ বলেন, “আপনারা আমাকে বিশ্বাস করে বিধায়ক করেছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর কাজ করতে পারছিলাম না।”

এরপরই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিয়ে তিনি বলেন, “একদিন হেস্টিংসে বৈঠকে গিয়েছিলাম। সেখানে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, নিজের স্পিড যদি ঘণ্টায় ৭০ কিলোমিটার হয়, আর জেলার যদি ৪০ হয়, সেক্ষেত্রে নিজেদেও জেলার স্তরে নামতে হবে। অর্থাৎ দ্রুত গতিতে কাজ করা যাবে না। মানুষের কাজ করলেই ভোটে জেতা যায় না। আন্দোলন প্রয়োজন।”

krishna kalyani.

এখানেই থেমে থাকেননি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর তিনি আরও বলেন, “সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে এদের সঙ্গে আমার চিন্তাধারা মিলবে না। তারপরই সিদ্ধান্ত নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে যাই। উনি আমাকে ওনার পরিবারে জায়গা দিয়েছেন।”

অন্যদিকে রায়গঞ্জের বিধায়কের এই অভিযোগের পাল্টা মন্তব্য করে বিজেপির রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “ওনাকে মানুষ ভোট দিয়েছিল বিজেপির জন্য। উনি জিতে গিয়ে দলটা পালটে ফেললেন। এটা প্রতারণা।” এর পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে তাকে বিধায়ক পদ ত্যাগ করে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার কথাও বলেন রাহুল সিনহা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর