দারুণ খবর! এবার রেশন কার্ড থাকলেই চাল, গম ছাড়াও হাতে আসবে দুধ, ঘি! নয়া আপডেট দিল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা রেশন (Ration) ব্যবস্থার উপর নির্ভরশীল। রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে দেশের জনগণ সরকারের মাধ্যমে সস্তায় খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। করোনা মহামারীর সময় থেকে কেন্দ্রীয় সরকার দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে কিছু খাদ্যশস্য প্রদান করছে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় লক্ষ লক্ষ পরিবার এই সুবিধা পেয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী আরো পাঁচ বছর এই প্রকল্পের আওতায় দেশবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। মাঝেমধ্যেই রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকে।

আরোও পড়ুন : Samsung, LG’র দিন শেষ! বাজার কাঁপাতে আসছে মুকেশ আম্বানির সংস্থার টিভি-ফ্রিজ

এবার জানা যাচ্ছে সরকারের উদ্যোগে রেশন দোকানগুলিকে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তোলা হবে। তাই চাল, গম শুধু নয়, রেশন দোকান থেকে এবার মিলবে দুধ, ঘি, ছানা সহ দুগ্ধজাত সামগ্রীও।কেন্দ্রীয় সরকার চাইছে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলতে। 

আরোও পড়ুন : এবার মাত্র ১৫ দিনেই হাতে আসবে ৫ লাখ! অবাক হলেন ? ধামাকাদার অফার নিয়ে হাজির PNB

পাইলট প্রজেক্ট হিসেবে বিভিন্ন রাজ্য থেকে পনেরোটি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং কর্ণাটকের মতো রাজ্যের রেশন দোকানগুলিকে গড়ে তোলা হবে কর্পোরেট ধাঁচে। এর ফলে এই দোকানগুলি থেকে যেমন দুগ্ধজাত পণ্য সহজেই পাওয়া যাবে, তেমনই সেই পণ্যের দাম কিছুটা সস্তাও হবে বলে মনে করা হচ্ছে। 

Ration Shop

যদিও এই পাইলট প্রজেক্টে আপাতত বাংলার কোনো রেশন দোকান নেই বলেই জানা গেছে। পরবর্তীকালে ধীরে ধীরে দেশের প্রত্যেকটি রাজ্যেই এই ধরনের রেশন দোকান গড়ে তোলা হবে। সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করলে ডিলারদেরও অতিরিক্ত লাভ হবে মনে করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর