মুকুলের ঘরওয়াপসি, অন্তর্ধান কাটিয়ে ফিরছেন রায়সাহেব! তুঙ্গে জল্পনা রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে ঠিক ১১ দিন আগে কাওকে কিছু না জানিয়ে হঠাৎই দিল্লি পাড়ি দিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক (BJP MLA) মুকুল রায় (Mukul Roy)। সেই নিয়ে তোলপাড় পরে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে শনিবার খালি হাতেই রাজ্যে ফিরলেন এই প্রবীন নেতা।

১৭ এপ্রিল নাটকীয়ভাবে রাজধানীতে পা রেখেছিলেন মুকুল রায়। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কৈলাস বিজয়বর্গীয় ও অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও দাবি করেছিলেন তিনি। প্রায় দু সপ্তাহ! বিধায়কের গোটা দিল্লি সফরই ছিল রহস্যে মোড়া।

দিল্লি যাওয়ার পর ১৯ এপ্রিল রাজধানীর এক পাঁচতারা হোটেল থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তারপর ফের বেপাত্তা। অন্যদিকে, মুকুল আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন বলে থানায় অভিযোগও দায়ের করেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেন, ১৭ এপ্রিল সন্ধেয় সল্টলেকের বাড়ি থেকে তার বাবাকে নিয়ে যান দুই ব্যক্তি। তারপর থেকেই কোনো খবর পাওয়া যাচ্ছিল না রায়সাহেবের।

তবে পরে জানা যায়, বিমানে চেপে দিল্লি উড়ে গিয়েছেন মুকুল। দিল্লি এয়ারপোর্ট থেকে শুরু করে সংবাদমাধ্যমের সামনে একের পর এক সাক্ষাৎকারে তিনি দাবি করে এসেছেন তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।। তিনি বিজেপিতেই ছিলেন আর ভবিষ্যতেও তাই করবেন। তবে তিনি এও বলেন যে এক জরুরি কাজে তিনি দিল্লি গিয়েছেন।

mukul roy

অন্যদিকে, শাহ, নাড্ডার সঙ্গে দেখা করতে চাইলেও কেও তাকে সাক্ষাতের সময় দিয়েছেন, বা কারুর সঙ্গে তিনি দেখা করেছেন সে বিষয়ে কোনো খবর মেলেনি। ১৯ এপ্রিলের পর থেকে মুকুলবাবুর সাথেও শতচেষ্টা করে আর যোগাযোগ সম্ভব হয়নি। তবে অবশেষে এদিন সকলে খবর মেলে যে ঘরে ফিরছেন বিধায়ক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর