BJP বিধায়ক মুকুটমনি অধিকারীর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতিদের তাণ্ডব, চললো দেদার বোমাবাজি

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে আসছে অশান্তির চিত্র। গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব বিরোধী শিবির। এবার নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটায় বিজেপির বিধায়ক মুকুটমনি অধিকারীর (BJP MLA Mukut Mani Adhikari) বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত রবিবার রাত সাড়ে দশটা নাগাদ। অভিযোগ, রাতের অন্ধকারে নদীয়ার বিজেপি এমএলএ মুকুটমনি অধিকারীর বাড়িতে সকেট বোমা সহ হানা দেয় শাসকদলের দুষ্কৃতীরা। হামলার জেরে আক্রান্ত হয়েছেন বিধায়কের ভাই অনুপম অধিকারী ও নেতার বাবা ভূপাল অধিকারী।

ভয়াবহ এই ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় বিক্ষোভ সমাবেশ করা হয়। দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় দলের কর্মী-সদস্যরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেয় নদীয়ার ডিএসপিও সহ স্থানীয় ওসি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

অন্যদিকে গতকালের হামলায় আক্রান্ত গুরুতর চোট পান বিধায়ক মুকুটমনি অধিকারীর ভাই অনুপম অধিকারী। আহত অবস্থায় প্রথমে তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি কড়া হয়। পরে শক্তিনগর জেলা হাসপাতালেও পাঠানো হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তাকে কলকাতা স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

bjp tmc

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের এখনও বাকি বেশ কয়েক দিন। তবে তার আগে থেকে হামলা অশান্তির ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। এই কিছুদিন আগেই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল ভাঙড়, ক্যানিং সহ বাংলার একাধিক জায়গা। প্রাণ হারান বহু। এরই মধ্যে এবার ফের শাসকদলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর