বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) পাখির চোখ করে সম্প্রতি দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ এবং কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যে পদ্ম ফোটানোর ডাক দিয়েছেন তিনি। এদিকে যে কোনও সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে প্রধানমন্ত্রীকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন এক বিজেপি বিধায়ক (BJP MLA)।
ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের তোরজোড় শুরু করে দিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গকে নজরে রেখে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুললেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা (Neeraj Zimba)। নিজের রক্ত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি।
Today, I took a step that may seem unusual to some, but it comes from a place of deep concern and unwavering dedication. I wrote a letter to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, using my own blood. pic.twitter.com/Aao9hQR5vR
— Neeraj Tamang Zimba (@NeerajZimba) March 2, 2024
শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন সংশ্লিষ্ট বিজেপি (BJP) বিধায়ক। এরপরেই চিঠি লেখার বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন তিনি। তিনবার লোকসভা নির্বাচনে পাহাড় থেকে বিজেপি সাংসদ নির্বাচনে সাহায্য করেছেন পাহাড়বাসী। তা সত্ত্বেও সেখানকার বহুদিনের সমস্যা মেটেনি। এমনই অভিযোগ তোলা হয়েছে।
এদিন নীরজ জিম্বা বলেন, কংগ্রেসের সময় থেকেই স্থায়ী রাজনৈতিক সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে পাহাড়বাসী। তবে এখনও অবধি তাঁদের সেই দাবি বাস্তবায়িত হয়নি। এখনও পাহাড়বাসী নিজেদের দাবিতে অনড়। এবার সেই একই দাবিতে নিজের রক্ত দিয়ে মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন এই বিজেপি বিধায়ক। তাঁর কথায়, চতুর্থবারের জন্যেও প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারেন নরেন্দ্র মোদী। একমাত্র তিনিই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পারেন।
নীরজ জিম্বার কথায়, অতীতে পাহাড় থেকে কেউ কখনও নিজের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেননি। প্রধানমন্ত্রীর (PM Modi) দৃষ্টি আকর্ষণের জন্য তিনিই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করলেন। মোদী যেভাবে কাশ্মীর এবং লাদাখের সমস্যা সমাধান করেছেন তা উল্লেখযোগ্য। একইভাবে গোর্খাবাসীদের সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ‘ঠান্ডা করতে দু’মিনিট সময় লাগবে…’, ফুঁসে উঠলেন দিলীপ, প্রার্থী তালিকা ঘোষণা হতেই কী এমন হল?
এই বিষয়ে বিজেপির তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কয়েকদিন আগে প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। দার্জিলিং থেকে এবার কোনও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়েছিলেন তিনি। সেটা যদি না হয় তাহলে নিজে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা বলে বলেন তিনি। এই ঘটনায় এমনিতেই একটু অস্বস্তিতে ছিল দল। এবার ফের পাহাড় নিয়ে সুর চড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এলেন আর এক বিজেপি বিধায়ক।