লকডাউন ভেঙে হাইওয়েতে ঘোড়া ছোটালেন বিজেপি বিধায়কের ছেলে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ভারতে তৃতীয় পর্যায়ের লকডাউন চলহে। যখন গোটা দেশ লকডাউন পালন করছে, তখন সেই সময় কর্ণাটকের বিজেপি বিধায়ক সিএস নিরঞ্জন এর ছেলে কুমারের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) দ্রুত গতিতে ভাইরালও (Viral Video) হচ্ছে। ওই ভিডিওতে সিএস নিরঞ্জন (CS Niranjan Kumar) এর ছেলে লকডাউন অমান্য করে ন্যশানাল হাইওয়েতে ঘোড়সওয়ারি করতে দেখা যাচ্ছে।

ঘোড়সওয়ারির সময় বিজেপির বিধায়কের ছেলে না মাস্ক পড়েছে, আর না সতর্কতা অবলম্বনের জন্য অন্য কোন ব্যবস্থা নিয়েছে! দেখুন সেই ভাইরাল ভিডিও।

https://twitter.com/Lkh2707/status/1260113079716757505

মহামারীর এই সময়ে এক বিধায়কের ছেলের এরকম কাজ করা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে। এক ট্যুইটার ইউজার ওই ভিডিও পোস্ট করে লিখেছে, ‘লকডাউনের সময় আমরা বাইক নিয়ে বের হতে পারছি না, আর ইনি ঘোড়ার পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছেন।”

স্থানীয় আধিকারিক জানান, কুমারের বিরুদ্ধে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। চামরাজনগরের এসপি বলেন, তিনি ন্যাশানাল হাইওয়েতে ঘোড়সওয়ারি করা আর লকডাউনের নিয়ম লঙ্ঘন করা মামলার তদন্ত করছেন। কর্ণাটকের বিধায়ক আর তাঁর পরিবারের সদস্যদের লকডাউন ভাঙার এটা কোন নতুন মামলা না। এর আগে মার্চ মাসে জেডিএস বিধায়ক গুব্বি এসআর শ্রীনিবাসও লকডাউনের নিয়মের লঙ্ঘন করেছিলেন।

উল্লেখনীয়, ভারতে করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার পার করেছে। কর্ণাটকে এখনো পর্যন্ত ৮৬২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর