প্রথমবার বিধানসভায় পা রাখলেন BJP বিধায়ক নির্মল ধাড়া, মনে করিয়ে দিলেন সেই ঐতিহাসিক দিন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির (bjp) সর্বাধিক দরিদ্র প্রার্থীদের মধ্যে একাধারে যেমন নজর কেড়েছিলেন শালতোড়ার চন্দনা বাউরি, তেমনই অন্যদিকে আরও একজন ছিলেন ইন্দাসের (indas) নির্মল ধাড়া (nirmal dhara)। হলফনামায় লিখেছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ মোট ১৭০০ টাকা।

বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বর্তমানে ইন্দাসের বিজেপি বিধায়ক হয়েছেন নির্মল ধাড়া। দলীয় বিধায়ক হয়ে শুক্রবার বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন নির্মল ধাড়া। তবে বিধানসভায় প্রবেশ করার আগে, মাথা নত করে বিধানসভার সিঁড়িতে প্রণাম করলেন নির্মল ধাড়া।

বিধানসভার অধিবেশনে প্রথমদিনটা এইভাবে শুরু করে কিছুটা স্মরণীয় করে রাখলেন এই বিজেপি বিধায়ক। সঙ্গে গোটা দেশবাসীকে স্মরণ করিয়ে দিলেন সেই দিনটার কথা, যেদিন লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হয়ে প্রথম দিন সংসদে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক একইভাবে প্রধানমন্ত্রীও সেদিন মাথা নত করে নমস্কার করেছিলেন।

প্রসঙ্গত, ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজকের দিনে এই জায়গায় পৌঁছিয়েছেন বলে জানিয়েছিলেন বিজেপির এই গরীব বিধায়ক। ভাগচাষি বাবা অনেক কষ্টে ছেলেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ‘মাস্টার্স’ ডিগ্রি সম্পন্ন করালেও, কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে ছেলে একদিন বিধায়ক হবেন।

নিজে শিক্ষিত হয়ে গ্রামে আরও নিজের মত ‘নির্মল’ গড়ে তোলার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন নির্মন ধাড়া। ইংরেজিতে ‘মাস্টার্স’ করলেও বাংলা, ইতিহাস, ভূগোলও দেখিয়ে দেন ছাত্রছাত্রীদের। কিন্তু এখন বিধায়ক হয়ে গেলেও তাঁর অমায়িক ব্যবহার এবং ভালো শিক্ষাদানের কারণে ছাত্রছাত্রী থেকে তাঁদের অভিভাবক, কেউই তাঁকে ছাড়তে চাইছেন না।

X