প্রীতিভোজের বদলে রক্তদান শিবিরের আয়োজন করে বিয়ের অনুষ্ঠান সারলেন সোনামুখীর বিজেপি বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিপর্যস্ত হয়েছিল। এখন পরিস্থতি কিছুটা স্বাভাবিক হলেও বিপদ শেষ হয়নি। আগামী দিনে করোনার তৃতীয় ঢেউও আসতে পারে বলে মতো বিশেষজ্ঞদের। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতে যেমন অক্সিজেনের অভাব দেখে দিয়েছিল, তেমনই রক্তের সংকটও সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে করোনার কারণে রক্তদান শিবিরের আয়োজন করা অসম্ভব হয়ে উঠেছিল। আর সেই কারণেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভাইপোর বিয়ের অনুষ্ঠান বাতিল করে প্রীতিভোজের বদলে রক্তদান শিবিরের আয়োজন করলেন সোনামুখীর বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক দিবাকর ঘরামি (Dibakar Gharami)।

ভাইপোর বিয়ের অনুষ্ঠানের খরচ কমিয়ে করোনার বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করা বিজেপি বিধায়কের ভূয়সী প্রশংসা হচ্ছে গোটা এলাকায়। মঙ্গলবার সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে সম্পন্ন হয়। তবে মানুষকে নিমন্ত্রণ করে বড়সড় অনুষ্ঠান করার বদলে মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি। বিধায়কের এই উদ্যোগে এলাকার বাসিন্দা, পরিবারের লোক সবাই রক্তদান করেন। পাশাপাশি পরিবেশ রক্ষার্থে রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন বিধায়ক।

দিবাকরবাবু জানান, করোনার সংকটের কথা মাথায় রেখে সমস্ত কোভিড বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সোমবার দিন ভাইপো সৌরভ ঘরামির শুভ পরিণয় সম্পন্ন হয় বীরভূমের ইলামবাজারের মীরার সঙ্গে। এরপরের দিন মঙ্গলবার শ্বশুর বাড়িতে পা রাখেন নববধূ মীরা। আর সেদিনই তাঁর আগমনে রক্তদান শিবিরের আয়োজন করেন বিধায়ক।

কাকা শ্বশুরের এই অভিনব উদ্যোগে বেজায় খুশি নববধূ মীরাও। সে জানায়, ওনার এই উদ্যোগ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। ভাবতেই পারিনি যে শ্বশুরবাড়ির মানুষ আমাকে স্বাগত জানাতে এত সুন্দর একটা পদক্ষেপ নেবে। বর্তমান সংকটের সময়ে এলাহি আয়োজনের বদলে মানুষের পাশে দাঁড়ানোটাই মনুষত্বের পরিচয়।”


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর