বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিজেপির (BJP) বিধায়ক সঞ্জয় পাঠকের (Sanjay Pathak) বড় বয়ান সামনে এসেছে। কটনি জেলার বিজয়রাঘবগড় থেকে বিজেপির বিধায়ক সঞ্জয় পাঠক শনিবার বলেন, আমার উপর অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদি আমি এটা না করি, তাহলে আমার আর আমার পরিবারের বিরুদ্ধে বেআইনি ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমার জীবন বিপদে আছে। আমি মরে যাব, কিন্তু বিজেপি ছাড়ব না।
BJP MLA Sanjay Pathak: There is a lot of pressure on me. I am being asked to quit BJP&to join Congress party, if I don't do that then such actions will be taken against me&my family members. There's constant threat to my life. I will die but will never quit BJP. #MadhyaPradesh https://t.co/BOhUXrlLWe pic.twitter.com/EV3LoMrlcJ
— ANI (@ANI) March 7, 2020
এর আগে মধ্যরপ্রদেশের বান্ধবগড় প্রশাসন সঞ্জয় পাঠকের রিসর্টে বুলডোজার চালায়। প্রশাসন জানাচ্ছে যে, এই রিসর্ট ভাঙার আগে ভূমি অতিক্রমণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরেও রিসর্টের মালিক অতিক্রমণ হটানন, এরপর প্রশাসন রিসর্ট ভেঙে দেয়।
আরেকদিকে বিজেপির নেতা সঞ্জয় পাঠক বলেন, সরকার বদলার মনোভাব নিয়ে এসব করছে। আপনাদের জানিয়ে দিই, সঞ্জয় পাঠকের নামে কংগ্রেস অভিযোগ করেছিলে যে, তিনি কংগ্রেসের বিধায়কদের কেনার চেষ্টা করছেন। যদিও সঞ্জয় পাঠক এসমস্ত অভিযোগ খারিজ করে দেন।
এর আগে বিজেপির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সঞ্জয় পাঠক কংগ্রেসে যুক্ত হওয়ার অভিযোগ খারিজ করে দেন। উনি বলেছিলেন, আমি বিজেপিতে আছি, ছিলাম আর আজীবন থাকব। উনি এও বলেছিলেন যে, আমি মুখ্যমন্ত্রী কমল নাথের সাথে কোন সাক্ষাৎ করিনি। আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। এই রাজনীতির খেলায় আশা করি আমার অপহরণ অথবা হত্যা হবেনা। আমার উপর অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি আজীবন বিজেপির সাথেই থাকব।