‘ধংস করে রাজ্যের ভবিষ্যত, ঘুরছে রাজা দেখতে প্ৰজা…’, নাম না করে অভিষেককে আক্রমণ শঙ্কর ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে রাজ্যে শুরু হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’। নির্বাচনকে পাখির চোখ করে অভিনব এই কর্মসূচী নিয়ে হাজির হয়েছে রাজ্যের শাসকদল। টানা দুমাসের এই কর্মসূচীর প্রথম দিনে উত্তরবঙ্গের কোচবিহারে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টানা দুমাস ধরে রাজ্যের পঞ্চায়েতে পৌঁছে যাবেন তিনি। শুনবেন মানুষের মতামত। দিন শেষে রাত্রিযাপন করবেন দলীয় কর্মী-নেতাদের সাথে।

তবে সেই নিয়েও বিতর্কের শেষ নেই। কর্মসূচি শুরু হতে না হতেই তা নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। কেও বলছেন, ভয় পেয়ে রাস্তায় নেমেছে তৃণমূল, আবার কেও বলছেন এ শুধু টাকার শ্রাদ্ধ। আর এবার অভিষেকের এই কর্মসূচীকে তীব্র কটাক্ষ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

ঠিক কী লিখলেন বিজেপি বিধায়ক? মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছোট্ট পোস্ট করে শঙ্কর ঘোষ লেখেন, “ধংস করে রাজ্যের ভবিষ্যত, ঘুরছে রাজা দেখতে প্ৰজা, দুর্নীতিতে অর্থে সাজছে ব্যান্ড বাজা, নগ্ন রাজার, খুঁজছে কাপড় প্ৰজা!” স্বাভাবিকভাবেই বিধায়কের এই পোস্ট নিয়ে জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

sankar ghosh shankar ghosh

প্রসঙ্গত, শুধুমাত্র এই বিজেপি নেতাই নয়, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে অভিষেকের এই সংযোগযাত্রা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, দিলীপ ঘোষ থেকে শুরু করে বহুজনা। তৃণমূলের নবজোয়ার ঘোষণার পর থেকেই কর্মসূচি ঘিরে হাজারো বিতর্ক, বিরোধীদের সমালোচনার বন্যা। এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “নতুন তৃণমূল হয়েছে। মমতার তৃণমূল হয়তো উঠে গিয়েছে। ওই নেতারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে নেতারা সিবিআই ডাক পাচ্ছেন, তাদের কুশল হাল জানতে গিয়েছেন হয়তো। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গিয়েছেন।” ‘আলেকজান্ডারের ভারত অভিযানে’র সঙ্গে তুলনা টেনেও খোঁচা মারেন তিনি।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অভিষেকের সংযোগযাত্রাকে জোর কটাক্ষ করে বলেন, “এই কর্মসূচির সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই, প্রথমত বিপুল সরকারি অর্থ ব্যায় করা হচ্ছে। ডিসি ৫ জন পুলিশ আধিকারিককে, কয়লা ভাইপোকে যেন চোর স্লোগান শুনতে না হয় তার জন্য। গাড়ির স্পিড একশোর নিচে নামাবেন না, তাহলেই চোর স্লোগান শুনতে হবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর