তীব্র তাপপ্রবাহ! পুজোর আগেই বদলে যাবে স্কুলের সময়? এল চিঠি, কি জানা যাচ্ছে?

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর আসতে চললো তবে গরম কমার বালাই নেই! দিন দিন হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গে। সকাল থেকেই চড়া রোদ আর বেলা বাড়তে দোসর হচ্ছে আদ্রতাজনিত অস্বস্থি। যার জেরে নাজেহাল দশা সাধারণ মানুষের। সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। আর রিয়েল ফিল হাকিয়েছে হাফ সেঞ্চুরি। তীব্ৰ তাপপ্রবাহের পরিস্থিতিতে স্কুলের সময়সীমা (School Timing) পরিবর্তনের করার আর্জি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Basu) চিঠি দিলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা শিলিগুড়ির গেরুয়া বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)।

সোমবার শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি বিধায়কের অনুরোধ পড়ুয়াদের শরীরের কথা চিন্তা করে পুজোর ছুটি পড়ার আগে পর্যন্ত সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত স্কুল চালু রাখার হোক। মাঝে কিছুদিন বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও বর্তমানে অস্বাভাবিক গরম পড়েছে রাজ্যের একাধিক জেলায়। পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে ভারতীয় মৌসম ভবন তরফে। তাই এ অবস্থায় পড়ুয়াদের স্বার্থে স্কুলের টাইম এগিয়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শংকর ঘোষ।

   

এই বিষয়ে স্কুল শিক্ষা বিভাগের সকলের সঙ্গে কথা বলে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক। প্রসঙ্গত, পুজোর আগে সেপ্টেম্বরের শেষে কোনো বছর এতটা গরম থাকেনা শিলিগুড়িতে। সোমবার উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

shankar ghosh

আরও পড়ুন: রেল ট্র্যাকে পরপর ১০ টি ডেটোনেটর! আর্মি স্পেশাল ট্রেন উড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য? গ্রেফতার “মাস্টারমাইন্ড”

মঙ্গলবার থেকে বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মিলছে না। বৃষ্টির কোনো দেখা নেই। এই সময় দক্ষিণবঙ্গের থেকেও অধিক গরম উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুবিধার্থে তাদের স্বাস্থ্য এবং সুবিধার কথা শিক্ষামন্ত্রীকে বিশেষ অনুরোধ করেছেন বিজেপি বিধায়ক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর