বাংলা হান্ট ডেস্কঃ একসময় ২০০ আসন নিয়ে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখে বিজেপি এখন ‘বোকা বাক্স” বন্দি হচ্ছে দিনে দিনে। বিগত কয়েকদিনেই বিজেপির পরপর তিনজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়ে গেরুয়া শিবিরের শক্তি ভেঙে চুরমার করে দিলেন।
সর্ব প্রথম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। এরপর বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আর এখন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় (Soumen Roy) তৃণমূলে যোগ দিলেন।
একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। সৌমেনবাবুর দলত্যাগ যে বিজেপির কাছে বড়সড় ধাক্কা, সেটা বলার আর অপেক্ষা রাখেনা। পাশাপাশি বারবার বিজেপিতে ভাঙন এটা বুঝিয়ে দিচ্ছে যে, দলে নেতৃত্বের অভাব রয়েছে।
উল্লেখ্য, সৌমেন রায় যে তৃণমূলে যোগ দেবেন তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। কদিন আগে উত্তর বঙ্গে বিজেপির বিধায়কদের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। সেই বৈঠকের পর তিনিই সংবাদ মাধ্যমের সামনে এসে অভিযোগ করে বলেছিলেন যে, শাসক দল থেকে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি এও বলেছিলেন যে, আমি বিজেপিতেই আছি আর থাকবও। কিন্তু দু’দিন যেতে না যেতেই তিনি তৃণমূলে যোগ দিয়ে দিলেন।
উল্লেখ্য, নির্বাচনের আগে সৌমেনবাবু দলে থেকে কাজ করা যাচ্ছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এখন বিজেপির টিকিটে জয়ী হয়ে তিনি আবারও তৃণমূলে যোগ দিলেন।