বাংলাহান্ট ডেস্ক : বিজেপি (BJP)সাংসদ সুব্রমনিয়াম স্বামী(Subhramaniyam Swami) গুজরাটের (Gujrat )সিএম (Cm) বিজয় রুপানিকে (bijay rupani) অপসারণের দাবি জানিয়েছেন। লকডাউনটি তিন মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু সরকারের কাছে লক ডাউনের বিকল্প ছাড়া আর কোনও উপায় নেই।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাথে সাক্ষাতের পরে এই বড় সিদ্ধান্ত নেন যে লক ডাউন চলবে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত। কিন্তু তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা সায়ত্রিশ হাজার। এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউন।
দলের মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর
কিন্তু কোরোনার এই খারাপ পরিস্থিতিতেও বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নিজের দলের মুখ্যমন্ত্রীকে নিয়ে অপসারণ করার মতো বক্তব্য দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী সম্পর্কে তিনি কী বলেছেন তা অবাক করার মতন। এদিন সুব্রহ্মণ্যম স্বামী বলেন যে “গুজরাটে করোনার মৃত্যুর সংখ্যা তখনই স্থিতিশীল হতে পারে যখন আনন্দী বেন প্যাটেল বিজয় রূপানীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিস্থাপন করবেন।”
সারা দেশে সংক্রমন ছড়াচ্ছে, গুজরাটেও অবস্থা খারাপ
পুরো দেশের সবচেয়ে সংক্রামিত রাজ্য হ’ল মহারাষ্ট্র এবং গুজরাট। আর এই পরিস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রীকে নিয়ে এত বড় কথা বলেছেন সুব্রহ্মণ্যম স্বামী।এদিকে পুরো দেদেশে করোনার রোগীর সংখ্যা প্রায় ৫০ হাজার ছাড়িয়েছে। আর তাও এতো কিছুর পরেও রাজনীতিবিদরা এতো কিছু বলে যাচ্ছেন।তাতে আরো চিন্তা বাড়ছে আম জনতার।